মায়ানমার থেকে অগ্র-মহাপণ্ডিত উপাধি নিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ,শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের।
আজ রবিবার (৫মার্চ) দুপুর ১টায় মায়ানমারের বর্তমান রাজধানী নেপি ড শহরের উপ্পাতা শান্তি প্যাগোডায় শাসন-সদ্ধর্মের প্রভূত কল্যাণ সাধন ও আর্থ-সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ উপাধি দেয়া হয়।
মায়ানমারের প্রধানমন্ত্রী মিন অং হ্লাইন এ উপাধি সংঘরাজের হাতে তুলে দেন।
পূজনীয় ভান্তের সফর সঙ্গী ভদন্ত দেবরত্ন ভিক্ষু এ সংবাদ নিশ্চিত করেন।
এর আগেও ২০০৭ সালে মায়ানমার সরকার থেকে “মহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ” উপাধিতে ভূষিত হন ।