১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মায়ানমার থেকে অগগমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ উপাধি নিলেন বনশ্রী মহাথের

মায়ানমার থেকে  “অগগমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ” উপাধি নিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য ২৯তম সংঘনায়ক ধর্মাধিপতি অধ্যাপক বনশ্রী মহাথের ।

রবিবার (৫মার্চ) দুপুর ১টায় মায়ানমারের বর্তমান রাজধানী নেপি ড শহরের উপ্পাতা শান্তি প্যাগোডায়  শাসন-সদ্ধর্মের প্রভূত কল্যাণ সাধন ও আর্থ-সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ উপাধি দেয়া হয়।

মায়ানমারের প্রধানমন্ত্রী মিন অং হ্লাইন এ উপাধি সংঘনায়কের হাতে তুলে দেন।

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির নতুন কমিটি গঠিত

You cannot copy content of this page

মায়ানমার থেকে অগগমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ উপাধি নিলেন বনশ্রী মহাথের

আপডেট সময় ১২:১৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

মায়ানমার থেকে  “অগগমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ” উপাধি নিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য ২৯তম সংঘনায়ক ধর্মাধিপতি অধ্যাপক বনশ্রী মহাথের ।

রবিবার (৫মার্চ) দুপুর ১টায় মায়ানমারের বর্তমান রাজধানী নেপি ড শহরের উপ্পাতা শান্তি প্যাগোডায়  শাসন-সদ্ধর্মের প্রভূত কল্যাণ সাধন ও আর্থ-সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ উপাধি দেয়া হয়।

মায়ানমারের প্রধানমন্ত্রী মিন অং হ্লাইন এ উপাধি সংঘনায়কের হাতে তুলে দেন।