মিয়ানমারের সরকার রাজধানী নেপিদোতে নির্মিত একটি বিশালাকারের বুদ্ধ মূর্তি উন্মোচন করেছে।
শুক্রবার, দেশি ও বিদেশি গণমাধ্যমে ১৯ মিটারের চেয়ে বেশি উঁচু মার্বেল পাথরের বুদ্ধ মূর্তিটি দেখানো হয়।
গত দুই বছর আগে একট সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল মিন অং হ্লাইংএর নির্দেশে বুদ্ধ মূর্তিটির নির্মাণ কাজ আরম্ভ হয়। এটি নির্মাণ করতে প্রায় তিন কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ব্যয় হয়েছে।
সামরিক বাহিনীর একজন মুখপাত্র, দেশটিতে শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নেয়াই ছিল এর লক্ষ্য উল্লেখ করে পুরোপুরি মার্বেল পাথরে নির্মিত বুদ্ধ মূর্তিটির চিত্তাকর্ষক অবয়বের উপর জোর দেন।