সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের প্রতিবারের মত এবারও ২০২৪ সালের বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি ) বেলা ১টা হতে বিকাল ৪ টা পর্যন্ত রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুন্ড, মিরসরাই, কুমিল্লাসহ ১২টি জোনের ৪২টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।
ধর্মীয় শিক্ষা পরিষদ সুত্রে জানা যায়, এবার ২ হাজারের অধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন কোমলমতি শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে প্রতি বছর এই পরীক্ষার আয়োজন করে থাকে।