সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের ৪৭ তম বার্ষিক সম্মেলন, নিজামপুর বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের বৃত্তি , সনদ বিতরণ , অনুষ্ঠান ,দাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামী ১৮, ১৯ এপ্রিল বৃহস্পতিবার ও শুক্রবার ্মিরসরাই মায়ানী গৌতম বিহার কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার ১৮ এপ্রিল রাতে ৪৭ তম সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের, প্রধান অতিথি থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি ভদন্ত জিনালংকার মহাথের, প্রধান সদ্ধর্মদেশক থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব ভদন্ত বিপুলসেন মহাথের।
শুক্রবার ১৯ এপ্রিল সকালে অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠিত হবে।
দুপুর ১.৩১ টায় সম্মেলন সংবর্ধনা , বৃত্তি , সনদ বিতরণ , সম্মাননা অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের, উপসংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের।
সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি ভদন্ত জিনালংকার মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের অর্থসচিব ভদন্ত বিনয়পাল মহাথের, মুখ্য আলোচক থাকবেন নিজামপুর ধর্মীয় শিক্ষা পরিষদের পরীক্ষা নিয়ন্ত্রক ভদন্ত শাসনবংশ মহাথের, প্রধান আলোচক থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সহ সভাপতি ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত সুগতপ্রিয় মহাথের, ড. দেবপ্রিয় মহাথের।
অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ভদন্ত রাষ্ট্রপাল থের।