ভিন্ন আঙ্গিকে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেছে বৌদ্ধ ছায়াঙ্গন সংগঠন।
শুক্রবার (২৪ মে) বান্দরবানস্থ প্রান্তিকলেক শাক্যমিত্র অরণ্য বৌদ্ধ বিহারে শান্তমিত্র বৌদ্ধ ম্রো অনাথ আশ্রম ও বিদর্শণ ভাবনা কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে বৌদ্ধ ছায়াঙ্গন আয়োজিত নির্ধারিত অনুষ্ঠানসুচি অনুযায়ী সকাল ৯.৩০ এ বৌদ্ধ ছায়াঙ্গন মেধাবৃত্তি প্রতিযোগিতার লিখিত পরিক্ষা ও বন্দনা গাথা পাঠ পর্ব অনুষ্ঠিত হয়। স
কাল ১০.৩০ এ বুদ্ধপূজা, লাভীশ্রেষ্ট সীবলী পূজা, মারবিজয়ী অর্হৎ উপগুপ্ত মহাস্থবির পূজা ও সংগঠনের সকল সদস্যদের কালগত জ্ঞাতিগণ ও আশ্রমের শিক্ষার্থীদের পরিবারের কালগত জ্ঞাতিগণের উদ্দ্যেশ্যে সংঘদান অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি প্রকৌশলী চয়ন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী অনুপম বড়ুয়ার সঞ্চালনায় সকালের পর্বে প্রধান ধর্মদেশক হিসেবে ছিলেন নীলাচল টাইগারপাড়াস্থ রত্নপ্রিয় বৌদ্ধ বিহার কমপ্লেক্স ও অনাথ আশ্রমের অধ্যক্ষ ভদন্ত বিনয়ত্ন ভিক্ষু, বিকেলের পর্বে প্রধান সদ্ধর্মদেশক হিসেবে ছিলেন শাক্যমিত্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, শান্তমিত্র বৌদ্ধ অনাথ আশ্রম ও বিদর্শণ ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক ভদন্ত বি শান্তমিত্র ভিক্ষু। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সুস্মিতা বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রান্তিকলেক অঞ্চলের শিক্ষক বিকাশ বড়ুয়া। বক্তব্য প্রদান করেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মিশু বড়ুয়া, বুদ্ধ পূর্ণিমা উদ্যাপন কমিটির আহব্বায়ক প্রকৌশলী সুজিত বড়ুয়া, সচিব সুস্মিতা বড়ুয়া।