বাংলাদেশী গবেষক উত্তম বড়ুয়া ভারত থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গবেষণার শিরোনাম হল‘ “Monetary Policy and Its impact on Poverty and Economic Growth”
তিনি চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে ২০২১ সালে Indo – US Global Research Fellowship এর অধীনে উচ্চ শিক্ষা তথা অর্থনীতিতে পিএইচডি গবেষনার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতের পাঞ্জাব রাজ্যের চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও পিএইচডি গবেষক হিসেবে যোগদান করেন।
তিনি বর্তমানে University of Creative Technology, Chittagong এ শিক্ষকতা করছেন।
রাঙ্গুনিয়া বেতাগী গ্রামের মনতোষ বড়ুয়া ও সুখী বড়ুয়ার চতুর্থ সন্তান উত্তম বড়ুয়া।