০২:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বুদ্ধগয়ায় ১৮তম ত্রিপিটক পাঠের বর্ণাঢ্য উদ্বোধন

ভারতের বুদ্ধগয়া মহাবোধি মহাবিহারে ১০ দিনব্যাপী ১৮তম  ত্রিপিটক পাঠের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।

ভারতের বুদ্ধগয়া রবিবার (২ ডিসেম্বর) বিকেল ৩ টায় নমোতস্স ভগবাতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স তিন বার উচ্চারনের মাধ্যমে  এ  ত্রিপিটক পাঠের উৎসবের শুভ উদ্বোধন করা হয়।

আজ রবিবার থেকে শুরু হবে মূল অনুষ্ঠান ।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

এতে কয়েক হাজার ভক্ত অংশ নেন। ১০ দিনের এ উৎসব ঘিরে বিভিন্ন দেশের বহু পুণ্যার্থীর সমাগম ঘটেছে বুদ্ধগয়ায়। বাংলাদেশ থেকে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা অংশ নেন।

 

বাংলাদেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কা,কম্ভোডিয়া,লাউজ, ভিয়েতনাম, ইন্দোনেশীয়, মিয়ানমার থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হয়েছেন।আগামী ১২ ডিসেম্বর বিশ্বে শান্তি কামনার মধ্য দিয়ে এ উৎসব সমাপ্ত হবে।

 

উল্লেখ্য, এখানে ১০টি থেরবাদী বৌদ্ধদেশের এক সঙ্গে সূত্রপাঠ দেশিত হবে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

পরলোকে শুদ্ধানন্দ থের

You cannot copy content of this page

ভারতের বুদ্ধগয়ায় ১৮তম ত্রিপিটক পাঠের বর্ণাঢ্য উদ্বোধন

আপডেট সময় ১২:৪৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

ভারতের বুদ্ধগয়া মহাবোধি মহাবিহারে ১০ দিনব্যাপী ১৮তম  ত্রিপিটক পাঠের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।

ভারতের বুদ্ধগয়া রবিবার (২ ডিসেম্বর) বিকেল ৩ টায় নমোতস্স ভগবাতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স তিন বার উচ্চারনের মাধ্যমে  এ  ত্রিপিটক পাঠের উৎসবের শুভ উদ্বোধন করা হয়।

আজ রবিবার থেকে শুরু হবে মূল অনুষ্ঠান ।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

এতে কয়েক হাজার ভক্ত অংশ নেন। ১০ দিনের এ উৎসব ঘিরে বিভিন্ন দেশের বহু পুণ্যার্থীর সমাগম ঘটেছে বুদ্ধগয়ায়। বাংলাদেশ থেকে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা অংশ নেন।

 

বাংলাদেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কা,কম্ভোডিয়া,লাউজ, ভিয়েতনাম, ইন্দোনেশীয়, মিয়ানমার থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হয়েছেন।আগামী ১২ ডিসেম্বর বিশ্বে শান্তি কামনার মধ্য দিয়ে এ উৎসব সমাপ্ত হবে।

 

উল্লেখ্য, এখানে ১০টি থেরবাদী বৌদ্ধদেশের এক সঙ্গে সূত্রপাঠ দেশিত হবে।