১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
আচারিয়া ভদন্ত সুগতশ্রী মহাথের'র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন

পরলোকে আচারিয়া ভদন্ত সুগতশ্রী মহাস্থবির

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০২:১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৯০১ বার পড়া হয়েছে

রাউজান কদলপুরের বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের আবাসিক সংঘপ্রধান আচারিয়া ভদন্ত সুগতশ্রী মহাস্থবির (৭৭) আর নেই। (অনিচ্চা বত সাংখারা………)

আজ ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ২.৩০ মিনিটে নগরীর একটি ক্লিনিকে পরলোকগমন করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।দীর্ঘ ৫৮ বছর ভিক্ষু জীবন অতিবাহিত করেন।

আচারিয়া ভদন্ত সুগতশ্রী মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

গতকাল ১৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে রাউজানের কদলপুর সুধর্মানন্দ বিহারে আচারিয়া ভদন্ত সুগতশ্রী মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান  বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ত্রিপিটক বিশারদ ভদন্ত প্রিয়দর্শী মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথর।বিশেষ অতিথি ছিলেন  রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত ধর্মসেন মহাথের, সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের, ভদন্ত জিনানন্দ মহাথের। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব  ড. সংঘপ্রিয় মহাথের, সদ্ধর্মদেশক ছিলেন অধ্যক্ষ সুমেধানন্দ মহাথের, ভদন্ত বিপুলাসেন মহাথের প্রমুখ।

বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পরিচালক ভদন্ত শাসনরক্ষিত মহাথেরর সঞ্চালনায় মঙ্গলাচরন করেন ভদন্ত মেত্তাবংশ ভিক্ষু।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

You cannot copy content of this page

আচারিয়া ভদন্ত সুগতশ্রী মহাথের'র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন

পরলোকে আচারিয়া ভদন্ত সুগতশ্রী মহাস্থবির

আপডেট সময় ০২:১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪

রাউজান কদলপুরের বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের আবাসিক সংঘপ্রধান আচারিয়া ভদন্ত সুগতশ্রী মহাস্থবির (৭৭) আর নেই। (অনিচ্চা বত সাংখারা………)

আজ ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ২.৩০ মিনিটে নগরীর একটি ক্লিনিকে পরলোকগমন করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।দীর্ঘ ৫৮ বছর ভিক্ষু জীবন অতিবাহিত করেন।

আচারিয়া ভদন্ত সুগতশ্রী মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

গতকাল ১৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে রাউজানের কদলপুর সুধর্মানন্দ বিহারে আচারিয়া ভদন্ত সুগতশ্রী মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান  বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ত্রিপিটক বিশারদ ভদন্ত প্রিয়দর্শী মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথর।বিশেষ অতিথি ছিলেন  রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত ধর্মসেন মহাথের, সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের, ভদন্ত জিনানন্দ মহাথের। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব  ড. সংঘপ্রিয় মহাথের, সদ্ধর্মদেশক ছিলেন অধ্যক্ষ সুমেধানন্দ মহাথের, ভদন্ত বিপুলাসেন মহাথের প্রমুখ।

বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পরিচালক ভদন্ত শাসনরক্ষিত মহাথেরর সঞ্চালনায় মঙ্গলাচরন করেন ভদন্ত মেত্তাবংশ ভিক্ষু।