বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।
শনিবার ৮ এপ্রিল শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ গঠনকল্পে এক সভা বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান বাবু অজিত রঞ্জন বড়ুয়া’র সভাপতিত্বে নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বৌদ্ধ সমিতির মহাসচিব সুদীপ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় আসন্ন বুদ্ধ পূর্ণিমা বর্ণাঢ্যভাবে উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে একটি উদযাপন পরিষদ গঠন করা হয়।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ বৌদ্ধ সমিতির যুগ্ম মহাসচিব অরুন কুমার বড়ুয়া দেবুকে সভাপতি, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ডা:বিদ্যুৎ বড়ুয়া’কে প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর সহ-সমাজ কল্যাণ সম্পাদক দিবাকর বড়ুয়া জিংকিকে সাধারণ সম্পাদক, রিসো-কোসেকাই বাংলাদেশ চ্যাপ্টারের এনজিও বোর্ড অব ডিরেক্টর মান্না লাল বড়ুয়া কে সমন্বয়কারী ও বাংলাদেশ বৌদ্ধ সিএনএফ এসোসিয়েশন কর্মকর্তা লায়ন সোহেল বড়ুয়া কে সমন্বয়কারী এবং বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর সহ ধর্মীয় সম্পাদক কীর্তনীয়া নয়ন বড়ুয়াকে অর্থ সম্পাদক করে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ-২০২৩ গঠন করা হয়।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সকাল ৯টায় বিশ্বশান্তি কামনায়-শতাব্দীর ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধ বিহার চত্বর থেকে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা বের করা হবে। উক্ত শান্তি শোভাযাত্রায় দলমত নির্বিশেষে সকল বৌদ্ধ সংগঠন সমূহকে স্ব-স্ব ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে।
আগামী ১২ এপ্রিল বুধবার সন্ধ্যা ৬ টায় শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের এক মতবিনিময় সভা চট্টগ্রাম বৌদ্ধ বিহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত মতবিনিময় সভায় সকল বৌদ্ধ সংগঠনের কর্মকর্তা, সদস্যবৃন্দের উপস্থিতি কামনা করা হয়েছে।