০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বৌদ্ধ ভিক্ষু আহত করা ও লুটপাটের প্রতিবাদে চট্টগ্রামে মানব বন্ধন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৯:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • ১০২৮ বার পড়া হয়েছে

উখিয়া পশ্চিম মরিচ্যা  শ্রাবস্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মজ্যোতি ভিক্ষু’র উপর দুর্বৃত্তের হামলা, লুট, পাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে  আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা, বাংলাদেশ।

বুধবার (৫জুন ) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিভিন্ন বিহারের বৌদ্ধ ভিক্ষু, দায়ক-দায়িকা ও বৌদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ এই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন থেকে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

চট্টগ্রাম বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রিয়রত্ন মহাথের সভাপতিত্বে জে.বি.এস আনন্দবোধি ভিক্ষুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজনীতিবিদ সাথী উদয় কুসুম বড়ুয়া, ব্যারিস্টার মনোয়ার হোসেন, বোধিপাল বড়ুয়া , লেখক কামাল উদ্দিন, ভদন্ত দীপংকর থের,ভদন্ত প্রিয়বোধি স্থবির, সঞ্জয় চক্রবত্তী, অধ্যাপক শিবু প্রসাদ বড়ুয়া,প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, মিলন কান্তি বড়ুয়া , অনুত্তর বড়ুয়া, তাপস বড়ুয়া , সঞ্জয় বড়ুয়া পিপলু , প্রকৌশলী স্বজন কান্তি বড়ুয়া ,কর আইনজীবী বুলবুল বড়ুয়া,  জনি বড়ুয়া, শিমুল বড়ুয়া,  সরিৎ চৌধুরী সাজু, দেবাশীষ বড়ুয়া সাজু, শংকর বড়ুয়া, পিযুষ বড়ুয়া, অধ্যাপক শান্তপদ বড়ুয়া,  প্রমুখ।

বক্তারা বলেন, একজন বৌদ্ধ ভিক্ষুর উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়। ধর্মীয় প্রতিষ্ঠান ও বৌদ্ধ ধর্মীয় গুরুদের উপর পরিকল্পিতভাবে উগ্রবাদীদের হামলার কারণে বৌদ্ধ জাতিকে শঙ্কিত ও অরক্ষিত করে তুলেছে।

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

বৌদ্ধ ভিক্ষু আহত করা ও লুটপাটের প্রতিবাদে চট্টগ্রামে মানব বন্ধন

আপডেট সময় ০৯:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
উখিয়া পশ্চিম মরিচ্যা  শ্রাবস্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মজ্যোতি ভিক্ষু’র উপর দুর্বৃত্তের হামলা, লুট, পাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে  আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা, বাংলাদেশ।

বুধবার (৫জুন ) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিভিন্ন বিহারের বৌদ্ধ ভিক্ষু, দায়ক-দায়িকা ও বৌদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ এই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন থেকে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

চট্টগ্রাম বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রিয়রত্ন মহাথের সভাপতিত্বে জে.বি.এস আনন্দবোধি ভিক্ষুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজনীতিবিদ সাথী উদয় কুসুম বড়ুয়া, ব্যারিস্টার মনোয়ার হোসেন, বোধিপাল বড়ুয়া , লেখক কামাল উদ্দিন, ভদন্ত দীপংকর থের,ভদন্ত প্রিয়বোধি স্থবির, সঞ্জয় চক্রবত্তী, অধ্যাপক শিবু প্রসাদ বড়ুয়া,প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, মিলন কান্তি বড়ুয়া , অনুত্তর বড়ুয়া, তাপস বড়ুয়া , সঞ্জয় বড়ুয়া পিপলু , প্রকৌশলী স্বজন কান্তি বড়ুয়া ,কর আইনজীবী বুলবুল বড়ুয়া,  জনি বড়ুয়া, শিমুল বড়ুয়া,  সরিৎ চৌধুরী সাজু, দেবাশীষ বড়ুয়া সাজু, শংকর বড়ুয়া, পিযুষ বড়ুয়া, অধ্যাপক শান্তপদ বড়ুয়া,  প্রমুখ।

বক্তারা বলেন, একজন বৌদ্ধ ভিক্ষুর উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়। ধর্মীয় প্রতিষ্ঠান ও বৌদ্ধ ধর্মীয় গুরুদের উপর পরিকল্পিতভাবে উগ্রবাদীদের হামলার কারণে বৌদ্ধ জাতিকে শঙ্কিত ও অরক্ষিত করে তুলেছে।