০৯:২২ অপরাহ্ন, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বোধিমিত্র মহাথের’র প্রয়াণে সংঘরাজ ভিক্ষু মহাসভার শ্রদ্ধা নিবেদন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১১:০১:২০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • ৯৩৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব,পাঁচরিয়া গন্ধকূটি বিহারের অধ্যক্ষ বোধিমিত্র মহাথের’র প্রয়াণে  বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, সংঘরাজ ভিক্ষু মহামন্ডল,
সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদ এবং পূর্ণাচার অঞ্চলের গ্রাম সমূহের ফুল ব্যানার প্রদানের মধ্যদিয়ে শ্রদ্ধা, সম্মান ও পুণ্যদান করা হয়।

আজ শনিবার  (৭ অক্টোবর) প্রয়াত বোধিমিত্র মহাথের’র পুণ্যস্মৃতি স্মরণে আলোচনা সভা ভদন্ত শাসনানন্দ মহাথেরোর সভাপতিত্বে  প্রধান অতিথি  ছিলেন ভদন্ত,জিনালঙ্কা- র মহাথেরো, বিশেষ অতিথি  ছিলেন ভদন্ত,বসুমিত্র মহাথেরো, ভদন্ত,সোমানন্দ মহাথেরো,ভদন্ত, সুগত প্রিয় মহাথেরো,ভদন্ত,দীপানন্দ মহাথেরো তদন্ত, বিপুলসেন মহাথেরো, ভদন্ত, প্রজ্ঞাসার মহাথেরো সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সাধারণ সম্পাদক ভদন্ত, শরণসেন মহাথের। প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন,ভদন্ত,মৈত্রীপ্রিয় মহাথেরো, পঞ্চশীল প্রার্থনা করেন নালন্দা সদ্ধর্ম শিক্ষালয়ের ছাত্রী দীপান্বিতা বড়ুয়া।

সমস্ত আয়োজনে মুগ্ধতা ছড়িয়ে তেকোটা গ্রামের কীর্তনীয়া দল ও সুবীর বড়ুয়া বুদ্ধ কীর্তন পরিবেেশন করেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

আগামীকাল যেসব বিহারে কঠিন চীবর দান

You cannot copy content of this page

বোধিমিত্র মহাথের’র প্রয়াণে সংঘরাজ ভিক্ষু মহাসভার শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ১১:০১:২০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব,পাঁচরিয়া গন্ধকূটি বিহারের অধ্যক্ষ বোধিমিত্র মহাথের’র প্রয়াণে  বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, সংঘরাজ ভিক্ষু মহামন্ডল,
সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদ এবং পূর্ণাচার অঞ্চলের গ্রাম সমূহের ফুল ব্যানার প্রদানের মধ্যদিয়ে শ্রদ্ধা, সম্মান ও পুণ্যদান করা হয়।

আজ শনিবার  (৭ অক্টোবর) প্রয়াত বোধিমিত্র মহাথের’র পুণ্যস্মৃতি স্মরণে আলোচনা সভা ভদন্ত শাসনানন্দ মহাথেরোর সভাপতিত্বে  প্রধান অতিথি  ছিলেন ভদন্ত,জিনালঙ্কা- র মহাথেরো, বিশেষ অতিথি  ছিলেন ভদন্ত,বসুমিত্র মহাথেরো, ভদন্ত,সোমানন্দ মহাথেরো,ভদন্ত, সুগত প্রিয় মহাথেরো,ভদন্ত,দীপানন্দ মহাথেরো তদন্ত, বিপুলসেন মহাথেরো, ভদন্ত, প্রজ্ঞাসার মহাথেরো সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সাধারণ সম্পাদক ভদন্ত, শরণসেন মহাথের। প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন,ভদন্ত,মৈত্রীপ্রিয় মহাথেরো, পঞ্চশীল প্রার্থনা করেন নালন্দা সদ্ধর্ম শিক্ষালয়ের ছাত্রী দীপান্বিতা বড়ুয়া।

সমস্ত আয়োজনে মুগ্ধতা ছড়িয়ে তেকোটা গ্রামের কীর্তনীয়া দল ও সুবীর বড়ুয়া বুদ্ধ কীর্তন পরিবেেশন করেন।