বাংলাদেশ বেতার ও টেলিভিশন বৌদ্ধ শিল্পী সংস্থার চট্টগ্রাম জেলা কমিটি গঠন কল্পে এক সভা জামালখানস্থ ” বুড্ডিস্ট ফাউন্ডেশন” মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ জুলাই) বিকাল ৫টায় সংস্থার সভাপতি রবীন্দ্র সংগীত শিল্পী ও সংগীত পরিচালক শাশ্বতী তালুকদার এর সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক তাপস কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনায় অংশ গ্রহন করেন উপদেষ্টা পরিষদের সদস্য বাচিক শিল্পী ও নাট্যজন অধ্যাপক সনজীব বড়ুয়া, বাচিক শিল্পী ও নাট্যজন স্বপন কুমার বড়ুয়া, সংগীতশিল্পী সলিল কান্তি বড়ুয়া, সহ- সভাপতি সংগীতশিল্পী,সুরকার ও সংগীত পরিচালক ত্রিদিব কুসুম বড়ুয়া রানা, সহ- সভাপতি সংগীতশিল্পী,সুরকার ও সংগীত পরিচালক ওস্তাদ প্রকাশ কান্তি বড়ুয়া, অর্থ সম্পাদক সংগীতশিল্পী সাগরিকা বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক- গীতিকার,সুরকার ও সংগীত পরিচালক প্রকৌশলী অপু বড়ুয়া, দপ্তর সম্পাদক- সংগীত শিল্পী রতন কুমার বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক- সংগীতশিল্পী সুমন বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক- নৃত্য শিল্পী, পরিচালক ও প্রশিক্ষক সোমা বড়ুয়া( প্রমা অবন্তী), রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বড়ুয়া, সংগীতশিল্পী সুরঞ্জন মুৎসুদ্দি, সংগীত শিল্পী প্রমেন বড়ুয়া, সংগীতশিল্পী অর্পিতা বড়য়া, নৃত্য শিল্পী ও পরিচালক তন্ময় বড়ুয়া, বাচিক ও সংগীত শিল্পী স্বপ্নীল বড়ুয়া ডানা, বাচিক শিল্পী ও সংবাদ পাঠক নিশীথা বড়ুয়া নিপা, যন্ত্র সংগীত সংগীত শিল্পী সম্পদ বড়ুয়া, সংগীত শিল্পী জয়া বড়ুয়া, সংগীত শিল্পী ও পরিচালক প্রত্যয় বড়ুয়া অভি, প্রমুখ।