বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায় সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন।
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক বানীতে এ শুভেচ্ছা জানান।
বানীতে বলেন, মানব সভ্যতার ইতিহাসে কালে কালে যখন মানুষ পথভ্রষ্ট হয়েছে, যখন অধর্ম মানুষের জীবনকে আষ্টেপৃষ্ঠে বেধে রেখেছিল, পাপাচারে মানুষ যখন সম্পূর্ণ রুপে নিমজ্জিত হয়ে গিয়েছিল তখনই মানব জাতিকে সঠিক শিক্ষা দানে সৎ পথে পরিচালিত করার হেতু পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল এক- একজন মহামানব মহাপুরুষের। ভগবান বুদ্ধ তাদের মধ্যে অন্যতম এবং অদ্বিতীয়। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মে অপরিসীম তাৎপর্য বহন করে; কারণ এটি গৌতম বুদ্ধের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা কে স্মরণ করে। এ তিথি তে তাঁর জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বান লাভ হয়। ত্রিস্মৃতি বিজড়িত এই দিনটি প্রতিফলন এবং উদযাপনের একটি দিন হিসেবে কাজ করে, বৌদ্ধদের জাতীয় শিক্ষা এবং বুদ্ধ কর্তৃক মহৎ পথের স্মরণ করিয়ে দেয়। বৈশাখ মাসের প্রথম পূর্নিমার এই দিনটি ভগবান বুদ্ধের জন্মবার্ষিকী হিসেবে সারাবিশ্বে জাতিসংঘের আন্তর্জাতিক বেসাখ ডে হিসেবে পালিত হচ্ছে।
বানীতে আরো বলেন, বুদ্ধ পূর্ণিমার বুদ্ধের আলোয় বৌদ্ধ সমাজ তথা সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পারিক মৈত্রী, ভ্রাতৃত্ব বোধ, বোধিচিত্ত জাগ্রত হোক এই কামনা করছি, বিশ্বের সকল বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করুক।