০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে বৌদ্ধ ভিক্ষুদের বর্ণিল শান্তি শোভাযাত্রা

বৌদ্ধদের ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে  শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে ) বিকেল ৩টার দিকে নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন বৌদ্ধ ভিক্ষুরা।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্দ্যোগে এ শোভাযাত্রায় পূজনীয় ভিক্ষু সংঘসহ সর্বস্তরের বৌদ্ধরা অংশ নেন।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভদন্ত শীলজ্যোতি থের’র  সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাথের, ভদন্ত বিনয়পাল মহাথের,  ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের,ভদন্ত ড. ধর্মকীর্তি মহাথের, ভদন্ত মেত্তাবংশ মহাথের,ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথের, ভদন্ত এম বোধিমিত্র মহাথের, ভদন্ত মুদিতাপাল থের, ভদন্ত উত্তমানন্দ থের, সমদত্ত বড়ুয়া  প্রমুখ বক্তব্য রাখেন। মংগলাচরণ করেন ভদন্ত তিলোকাবংশ মহাথের।

এর আগে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার অফিসিয়েল ওয়েবসাইট www.sbmbd.org উদ্বোধন করেন সংঘরাজ শাসনশোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের ।

সংঘরাজ ভিক্ষু মহাসভার ওয়েবসাইট উদ্বোধন করেন সংঘরাজ শাসনশোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির ।

উল্লেখ্য, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্যোগে ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা  ২৫৬৭ বুদ্ধাব্দ উদযাপন  উপলক্ষে  একাদশ সংঘরাজ প্রয়াত ভদন্ত শাসনশ্রী মহাথের ও দ্ধাদশ সংঘরাজ প্রয়াত ভদন্ত ধর্মসেন  মহাথের’র  স্মরণ সভা , শান্তি শোভাযাত্রা, সেমিনার, অষ্টপরিষ্কার সহ সংঘদান, সম্মাননা -উপাধি প্রদান , ওয়েব সাইট উদ্বোধন ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন  ২ দিনব্যাপী অনুষ্ঠান মালায় অংশ হিসেবে আজ  ১৮ মে  বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্বশান্তি কামনায় শান্তি শোভাযাত্রা নগরীর নন্দনকানন চট্টগ্রাম বৌদ্ধ বিহার থেকে প্রেস ক্লাব হয়ে কাজীর দেড়রী হয়ে নন্দন কাননে গিয়ে শেষ হয়।

এরপর সন্ধ্যা ৬ টায় নগরীর মৌগল্টুলি শ্মশানভূমি শাক্যমুনি বিহারে জীবনীভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়। উপসংঘরাজ শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের’র সভাপতিত্বে একাদশ সংঘরাজ প্রয়াত ভদন্ত শাসনশ্রী মহাথের শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সপ্তগ্রাম শাসনকল্যাণ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত জিনরতন মহাথের।দ্ধাদশ সংঘরাজ প্রয়াত ভদন্ত ধর্মসেন  মহাথের শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের।

আগামীকাল শুক্রবার (১৯ মে) সকালে আগ্রাবাদ ক্লাসিক ওয়াল্ড  কনভেনশন হলে অষ্ঠপরিষ্কারসহ সংঘদান, সদ্ধর্ম আলোচনা সভা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক থাকবেন সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের। প্রধান জ্ঞাতি থাকবেন উপসংঘরাজ শ্রুতিধর ভদন্ত শীলানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক থাকবেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সদ্ধর্মকান্ডারী ভদন্ত ধর্মমিত্র মহাথের।

দুপুরে বিশিষ্ট কীর্তনিয়া শাক্যপদ বড়ুয়া ও তার দল বুদ্ধ কীর্তন পরিবেশন করবে।

দুপুর ২টায় সম্মাননা -উপাধি প্রদান , ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন উপসংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী জনাব মোঃফরিদুল হক খাঁন এমপি। বিশেষ অতিথি হিসবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল , প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া , চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখ্রুজ্জামান।

সম্মানিত অতিথি হিসবে উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া , কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর। প্রধান আলোচক থাকবেন অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

বান্দরবানে মংশৈপ্রু পাড়া বৌদ্ধ বিহারে আগুন

You cannot copy content of this page

বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে বৌদ্ধ ভিক্ষুদের বর্ণিল শান্তি শোভাযাত্রা

আপডেট সময় ১১:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

বৌদ্ধদের ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে  শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে ) বিকেল ৩টার দিকে নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন বৌদ্ধ ভিক্ষুরা।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্দ্যোগে এ শোভাযাত্রায় পূজনীয় ভিক্ষু সংঘসহ সর্বস্তরের বৌদ্ধরা অংশ নেন।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভদন্ত শীলজ্যোতি থের’র  সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাথের, ভদন্ত বিনয়পাল মহাথের,  ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের,ভদন্ত ড. ধর্মকীর্তি মহাথের, ভদন্ত মেত্তাবংশ মহাথের,ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথের, ভদন্ত এম বোধিমিত্র মহাথের, ভদন্ত মুদিতাপাল থের, ভদন্ত উত্তমানন্দ থের, সমদত্ত বড়ুয়া  প্রমুখ বক্তব্য রাখেন। মংগলাচরণ করেন ভদন্ত তিলোকাবংশ মহাথের।

এর আগে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার অফিসিয়েল ওয়েবসাইট www.sbmbd.org উদ্বোধন করেন সংঘরাজ শাসনশোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের ।

সংঘরাজ ভিক্ষু মহাসভার ওয়েবসাইট উদ্বোধন করেন সংঘরাজ শাসনশোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির ।

উল্লেখ্য, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্যোগে ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা  ২৫৬৭ বুদ্ধাব্দ উদযাপন  উপলক্ষে  একাদশ সংঘরাজ প্রয়াত ভদন্ত শাসনশ্রী মহাথের ও দ্ধাদশ সংঘরাজ প্রয়াত ভদন্ত ধর্মসেন  মহাথের’র  স্মরণ সভা , শান্তি শোভাযাত্রা, সেমিনার, অষ্টপরিষ্কার সহ সংঘদান, সম্মাননা -উপাধি প্রদান , ওয়েব সাইট উদ্বোধন ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন  ২ দিনব্যাপী অনুষ্ঠান মালায় অংশ হিসেবে আজ  ১৮ মে  বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্বশান্তি কামনায় শান্তি শোভাযাত্রা নগরীর নন্দনকানন চট্টগ্রাম বৌদ্ধ বিহার থেকে প্রেস ক্লাব হয়ে কাজীর দেড়রী হয়ে নন্দন কাননে গিয়ে শেষ হয়।

এরপর সন্ধ্যা ৬ টায় নগরীর মৌগল্টুলি শ্মশানভূমি শাক্যমুনি বিহারে জীবনীভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়। উপসংঘরাজ শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের’র সভাপতিত্বে একাদশ সংঘরাজ প্রয়াত ভদন্ত শাসনশ্রী মহাথের শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সপ্তগ্রাম শাসনকল্যাণ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত জিনরতন মহাথের।দ্ধাদশ সংঘরাজ প্রয়াত ভদন্ত ধর্মসেন  মহাথের শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের।

আগামীকাল শুক্রবার (১৯ মে) সকালে আগ্রাবাদ ক্লাসিক ওয়াল্ড  কনভেনশন হলে অষ্ঠপরিষ্কারসহ সংঘদান, সদ্ধর্ম আলোচনা সভা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক থাকবেন সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের। প্রধান জ্ঞাতি থাকবেন উপসংঘরাজ শ্রুতিধর ভদন্ত শীলানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক থাকবেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সদ্ধর্মকান্ডারী ভদন্ত ধর্মমিত্র মহাথের।

দুপুরে বিশিষ্ট কীর্তনিয়া শাক্যপদ বড়ুয়া ও তার দল বুদ্ধ কীর্তন পরিবেশন করবে।

দুপুর ২টায় সম্মাননা -উপাধি প্রদান , ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন উপসংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী জনাব মোঃফরিদুল হক খাঁন এমপি। বিশেষ অতিথি হিসবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল , প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া , চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখ্রুজ্জামান।

সম্মানিত অতিথি হিসবে উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া , কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর। প্রধান আলোচক থাকবেন অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের।