শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নন্দনকানন বৌদ্ধ বিহারে ভিন্নধর্মী স্টলের আয়োজন করেছিল চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন “সম্যক”।
বৃহস্পতিবার (৪ মে ) বৌদ্ধ শিশু কিশোরদের নিয়ে ভিন্নধর্মী এ আয়োজন করে।
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নন্দনকানন বৌদ্ধ বিহার ঘিরে বৌদ্ধ শিশু কিশোরদের জন্য ভিন্নধর্মী হাট বসেছিল।
গেইম ও কুইজ এর মাধ্যমে শিশু কিশোরদের মাঝে বৌদ্ধিক চেতনা জাগ্রত করতে ভিন্নধর্মী এ আয়োজনের কথা জানান সম্যক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শুভ বড়ুয়া।
তিনি বলেন, বুদ্ধ পূর্ণিমা ও এর তাৎপর্য ছবি ও লেখার মাধ্যমে জানতে ও জানাতে এ আয়োজন। প্রায় ২০০ এর অধিক শিক্ষার্থী গেইম ও কুইজ এ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ও বিজয়ীদের জন্য ছিল শিক্ষাসামগ্রী গিফট। মূলত এ গেইম এ ছিল বিভিন্ন বৌদ্ধ তীর্থ স্থান সম্পর্কে জানা, বৌদ্ধ ধর্মীয় বিষয়ক নাম ও ধর্মীয় নানা বিষয়।
এর আগে সম্যক সংগঠনের শিশু কিশোরদের নিয়ে শান্তি শোভাযাত্রায় অংশগ্রহন করেন।