হাটহাজারী জোবরা গ্রামের বিশিষ্ট সমাজকর্মী , জোবরা সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু সুভাষ চন্দ্র বড়ুয়া (৭৬) আর নেই। (অনিচ্চা বত সাংখারা…….)
আজ সোমবার (৯ ডিসেম্বর) আজ রাত ৯.৪৫ মিনিটে তিনি নিজ বাড়ীতে পরলোকগমন করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে স্ত্রী, ৩ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।
আগামীকাল হাটহাজারীর নিজ গ্রাম জোবরায় শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।