বাংলা মারমা (মগ) ভাষা ধর্মীয় শিক্ষা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি ধর্মীয় শিক্ষা পরিষদের প্রধান কার্যালয় খাগড়াছড়ির মাইসছড়ি শাক্যমুনি বৌদ্ধ বিহারে এ নতুন কমিটি গঠন করা হয়।
ভদন্ত ওয়িমালা থের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভদন্ত ওয়িমালা থে্র- সভাপতি , ভদন্ত আগ্গাসারা ভিক্ষু- সাধারণ সম্পাদক ,ভদন্ত নাইন্দা ভিক্ষু অর্থ সম্পাদক সাংগঠনিক সম্পাদক মংসাইঞো মারমা করে ৩ বছরের জন্য ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।