০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা  উদযাপন 

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্যোগে ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা  ২৫৬৭ বুদ্ধাব্দ উদযাপন  উপলক্ষে  একাদশ সংঘরাজ প্রয়াত ভদন্ত শাসনশ্রী মহাথের ও দ্ধাদশ সংঘরাজ প্রয়াত ভদন্ত ধর্মসেন  মহাথের’র  স্মরণ সভা , শান্তি শোভাযাত্রা, সেমিনার, অষ্টপরিষ্কার সহ সংঘদান, সম্মাননা -উপাধি প্রদান , ওয়েব সাইট উদ্বোধন ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন  ২ দিনব্যাপী নানা অনুষ্ঠান মালা নগরীর মৌগল্টুলি শ্মশানভূমি শাক্যমুনি বিহার ও আগ্রাবাদ ক্লাসিক ওয়াল্ড  কনভেনশন হলে  অনুষ্ঠিত হয়।

 

শেষ দিন শুক্রবার (১৯ মে) সকালে আগ্রাবাদ ক্লাসিক ওয়াল্ড  কনভেনশন হলে অষ্ঠপরিষ্কারসহ সংঘদান, সদ্ধর্ম আলোচনা সভা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের’র সভাপতিত্বে  প্রধান জ্ঞাতি ছিলেন উপসংঘরাজ শ্রুতিধর ভদন্ত শীলানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সদ্ধর্মকান্ডারী ভদন্ত ধর্মমিত্র মহাথের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের, ভদন্ত অতুলানন্দ মহাথের, ভদন্ত লোকপ্রিয় মহাথের, ভদন্ত প্রিয়রত্ন মহাথের।

ভদন্ত অধ্যাপক সুনন্দ মহাথের, ভদন্ত এম, বোধিমিত্র মহাথের’র সঞ্চালনায় মংগলাচরণ করেন ড. সংঘপ্রিয় মহাথের, উদ্বোধনী বক্তব্যে রাখেন ভদন্ত প্রিয়ানন্দ মহাথের,দেশনা করেন ভদন্ত জ্ঞানেন্দ্রিয় মহাথের, ড. সুমনপ্রিয় থের, ভদন্ত জ্ঞানেন্দ্রিয় মহাথেরভদন্ত উপানন্দ থের, ভদন্ত এম প্রজ্ঞামিত্র থের প্রমুখ।

পঞ্চশীল প্রার্থনা করেন রনি বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন ভদন্ত তিলোকাবংশ মহাথের।

দুপুরে বিশিষ্ট কীর্তনিয়া শাক্যপদ বড়ুয়া ও তার দল বুদ্ধ কীর্তন পরিবেশন করে।

দুপুর ২টায় সম্মাননা -উপাধি প্রদান , ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে সভাপতিত্ব করেন উপসংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন উপসংঘরাজ শ্রুতিধর ভদন্ত শীলানন্দ মহাথের। সম্মানিত অতিথি ছিলেন ভদন্ত শাসনমিত্র মহাথের, ভদন্ত জিনালংকার মহাথের, ভদন্ত শীলরক্ষিত মহাথের, ভদন্ত প্রজ্ঞারত্ন মহাথের, ভদন্ত রাহুলপ্রিয় মহাথের, ভদন্ত সুগতপ্রিয় মহাথের, ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের। প্রধান আলোচক ছিলেন ভদন্ত ড. ধর্মকীর্তি মহাথের।

অন্যান্যদের মধ্যে, ভদন্ত  ড. দেবপ্রিয় মহাথের, ভদন্ত শাসনরক্ষিত মহাথের, ভদন্ত আশিন জিনরক্ষিত মহাথের, ভদন্ত শাসনশ্রী মহাথের, ভদন্ত বিপুলসেন মহাথের, ভদন্ত সত্যপাল মহাথের, ভদন্ত জ্ঞানেন্দ্রিয় মহাথের, ভদন্ত ড. সুমনপ্রিয় থের, ভদন্ত জ্যোতিপ্রিয় থের, ভদন্ত প্রজ্ঞানন্দ থের প্রমুখ দেশনা করেন।

উদ্বোধক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের, স্বাগত ভাষণ প্রদান করেন ভদন্ত তিলোকাবংশ মহাথের, মঙ্গলাচরণ করেন ভদন্ত সুগতবংশ ভিক্ষু, নরসিংহ গাথা পরিবেশন করেন চ্যানেল আই সেরা কন্ঠ বৃষ্টি মুৎসুদ্দি।

পঞ্চশীল প্রার্থনা করেন কীর্তনিয়া শাক্যপদ বড়ুয়া।

উপস্থিতির একাংশ

ভদন্ত শীলজ্যোতি থের ও ভদন্ত রতনানন্দ থের’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ভদন্ত প্রিয়রত্ন মহাথের,ভদন্ত ধর্মানন্দ মহাথের প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় সদ্ধর্মের শ্রীবৃদ্ধিকল্পে অবদান রাখায় ভদন্ত বিনয়পাল মহাথের “সদ্ধর্মধারী” ভদন্ত অতুলানন্দ মহাথের ” সদ্ধর্মকথিক”  ভদন্ত জিনানন্দ মহাথের ” শাসননিধি” ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথের “সদ্ধর্মসারথী” ভদন্ত মুদিতারত্ন থের “সদ্ধর্মদূত”  অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বড়ুয়া্কে “সদ্ধর্মসেবক” উপাধি প্রদান করা হয়।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার দ্বিতীয় ভবনের দ্বারোদ্‌ঘাটন , কর্মবীর করুণাশ্রী থের’র “মহাথের বরণ” ১৯ , ২০ ডিসেম্বর

You cannot copy content of this page

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা  উদযাপন 

আপডেট সময় ০৮:২৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্যোগে ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা  ২৫৬৭ বুদ্ধাব্দ উদযাপন  উপলক্ষে  একাদশ সংঘরাজ প্রয়াত ভদন্ত শাসনশ্রী মহাথের ও দ্ধাদশ সংঘরাজ প্রয়াত ভদন্ত ধর্মসেন  মহাথের’র  স্মরণ সভা , শান্তি শোভাযাত্রা, সেমিনার, অষ্টপরিষ্কার সহ সংঘদান, সম্মাননা -উপাধি প্রদান , ওয়েব সাইট উদ্বোধন ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন  ২ দিনব্যাপী নানা অনুষ্ঠান মালা নগরীর মৌগল্টুলি শ্মশানভূমি শাক্যমুনি বিহার ও আগ্রাবাদ ক্লাসিক ওয়াল্ড  কনভেনশন হলে  অনুষ্ঠিত হয়।

 

শেষ দিন শুক্রবার (১৯ মে) সকালে আগ্রাবাদ ক্লাসিক ওয়াল্ড  কনভেনশন হলে অষ্ঠপরিষ্কারসহ সংঘদান, সদ্ধর্ম আলোচনা সভা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের’র সভাপতিত্বে  প্রধান জ্ঞাতি ছিলেন উপসংঘরাজ শ্রুতিধর ভদন্ত শীলানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সদ্ধর্মকান্ডারী ভদন্ত ধর্মমিত্র মহাথের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের, ভদন্ত অতুলানন্দ মহাথের, ভদন্ত লোকপ্রিয় মহাথের, ভদন্ত প্রিয়রত্ন মহাথের।

ভদন্ত অধ্যাপক সুনন্দ মহাথের, ভদন্ত এম, বোধিমিত্র মহাথের’র সঞ্চালনায় মংগলাচরণ করেন ড. সংঘপ্রিয় মহাথের, উদ্বোধনী বক্তব্যে রাখেন ভদন্ত প্রিয়ানন্দ মহাথের,দেশনা করেন ভদন্ত জ্ঞানেন্দ্রিয় মহাথের, ড. সুমনপ্রিয় থের, ভদন্ত জ্ঞানেন্দ্রিয় মহাথেরভদন্ত উপানন্দ থের, ভদন্ত এম প্রজ্ঞামিত্র থের প্রমুখ।

পঞ্চশীল প্রার্থনা করেন রনি বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন ভদন্ত তিলোকাবংশ মহাথের।

দুপুরে বিশিষ্ট কীর্তনিয়া শাক্যপদ বড়ুয়া ও তার দল বুদ্ধ কীর্তন পরিবেশন করে।

দুপুর ২টায় সম্মাননা -উপাধি প্রদান , ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে সভাপতিত্ব করেন উপসংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন উপসংঘরাজ শ্রুতিধর ভদন্ত শীলানন্দ মহাথের। সম্মানিত অতিথি ছিলেন ভদন্ত শাসনমিত্র মহাথের, ভদন্ত জিনালংকার মহাথের, ভদন্ত শীলরক্ষিত মহাথের, ভদন্ত প্রজ্ঞারত্ন মহাথের, ভদন্ত রাহুলপ্রিয় মহাথের, ভদন্ত সুগতপ্রিয় মহাথের, ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের। প্রধান আলোচক ছিলেন ভদন্ত ড. ধর্মকীর্তি মহাথের।

অন্যান্যদের মধ্যে, ভদন্ত  ড. দেবপ্রিয় মহাথের, ভদন্ত শাসনরক্ষিত মহাথের, ভদন্ত আশিন জিনরক্ষিত মহাথের, ভদন্ত শাসনশ্রী মহাথের, ভদন্ত বিপুলসেন মহাথের, ভদন্ত সত্যপাল মহাথের, ভদন্ত জ্ঞানেন্দ্রিয় মহাথের, ভদন্ত ড. সুমনপ্রিয় থের, ভদন্ত জ্যোতিপ্রিয় থের, ভদন্ত প্রজ্ঞানন্দ থের প্রমুখ দেশনা করেন।

উদ্বোধক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের, স্বাগত ভাষণ প্রদান করেন ভদন্ত তিলোকাবংশ মহাথের, মঙ্গলাচরণ করেন ভদন্ত সুগতবংশ ভিক্ষু, নরসিংহ গাথা পরিবেশন করেন চ্যানেল আই সেরা কন্ঠ বৃষ্টি মুৎসুদ্দি।

পঞ্চশীল প্রার্থনা করেন কীর্তনিয়া শাক্যপদ বড়ুয়া।

উপস্থিতির একাংশ

ভদন্ত শীলজ্যোতি থের ও ভদন্ত রতনানন্দ থের’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ভদন্ত প্রিয়রত্ন মহাথের,ভদন্ত ধর্মানন্দ মহাথের প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় সদ্ধর্মের শ্রীবৃদ্ধিকল্পে অবদান রাখায় ভদন্ত বিনয়পাল মহাথের “সদ্ধর্মধারী” ভদন্ত অতুলানন্দ মহাথের ” সদ্ধর্মকথিক”  ভদন্ত জিনানন্দ মহাথের ” শাসননিধি” ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথের “সদ্ধর্মসারথী” ভদন্ত মুদিতারত্ন থের “সদ্ধর্মদূত”  অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বড়ুয়া্কে “সদ্ধর্মসেবক” উপাধি প্রদান করা হয়।