০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৯:৩২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • ৭২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সভা ও ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) দিনব্যাপী রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তরসম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সভার উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাবেক সভাপতি প্রৌকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-এর মহাসচিব প্রফেসর বিকিরণ প্রসাদ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সভাপতি  দীপাল চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান  চিন্ময় বড়ুয়া রিন্টু, মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, আধিবাসী ফোরামের সদস্য মেহথিন প্রমিল রাখাইন । প্রসেনজিৎ বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ড. জগন্নাথ বড়ুয়া, সুপ্ত ভূষন বড়ুয়া, কাজল বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বিপ্লব বড়ুয়া বলেন, জাতিরাষ্ট্রের যে মূল ভিত্তি যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে সকল ধর্মীয় বিশ্বাসকে অক্ষুন্ন রেখে এক জাতি এক প্রাণ করার যে সংগ্রাম, প্রত্যয় আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে তুলেছিলাম। বঙ্গবন্ধুকে হত্যার পর রাষ্ট্রীয় মদদে সেই সংগ্রামকে বিনষ্ট করা হয়েছে। তাই বাঙালি সংস্কৃতি, বাঙালি জাতীয়তাবোধ সেভাবে বিকশিত হতে পারেনি। আজ একটি বৌদ্ধমন্দিরে দাঁড়িয়ে বাংলাদেশ বৌদ্ধসাংস্কৃতিক পরিষদের সাধারণ সভায় এই প্রত্যয় ব্যক্ত করি-আমাদের পূর্বপুরুষেরা আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের মনিষিরা যারা রাষ্ট্রের জন্মভূমির জন্য আত্ম্যাহতি দিয়েছেন তাদের স্বপ্নকে বাস্তবে রূপদান করি।

পরে সাধারণ সভায় অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া পুনরায় সভাপতি ,বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া পুনরায় কার্যকরী সভাপতি ও কাজল বড়ুয়া সাধারণ সম্পাদক  নির্বাচিত হন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার দ্বিতীয় ভবনের দ্বারোদ্‌ঘাটন , কর্মবীর করুণাশ্রী থের’র “মহাথের বরণ” ১৯ , ২০ ডিসেম্বর

You cannot copy content of this page

বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন

আপডেট সময় ০৯:৩২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সভা ও ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) দিনব্যাপী রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তরসম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সভার উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাবেক সভাপতি প্রৌকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-এর মহাসচিব প্রফেসর বিকিরণ প্রসাদ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সভাপতি  দীপাল চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান  চিন্ময় বড়ুয়া রিন্টু, মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, আধিবাসী ফোরামের সদস্য মেহথিন প্রমিল রাখাইন । প্রসেনজিৎ বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ড. জগন্নাথ বড়ুয়া, সুপ্ত ভূষন বড়ুয়া, কাজল বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বিপ্লব বড়ুয়া বলেন, জাতিরাষ্ট্রের যে মূল ভিত্তি যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে সকল ধর্মীয় বিশ্বাসকে অক্ষুন্ন রেখে এক জাতি এক প্রাণ করার যে সংগ্রাম, প্রত্যয় আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে তুলেছিলাম। বঙ্গবন্ধুকে হত্যার পর রাষ্ট্রীয় মদদে সেই সংগ্রামকে বিনষ্ট করা হয়েছে। তাই বাঙালি সংস্কৃতি, বাঙালি জাতীয়তাবোধ সেভাবে বিকশিত হতে পারেনি। আজ একটি বৌদ্ধমন্দিরে দাঁড়িয়ে বাংলাদেশ বৌদ্ধসাংস্কৃতিক পরিষদের সাধারণ সভায় এই প্রত্যয় ব্যক্ত করি-আমাদের পূর্বপুরুষেরা আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের মনিষিরা যারা রাষ্ট্রের জন্মভূমির জন্য আত্ম্যাহতি দিয়েছেন তাদের স্বপ্নকে বাস্তবে রূপদান করি।

পরে সাধারণ সভায় অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া পুনরায় সভাপতি ,বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া পুনরায় কার্যকরী সভাপতি ও কাজল বড়ুয়া সাধারণ সম্পাদক  নির্বাচিত হন।