বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি ) পটিয়ার বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে, এ শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ভদন্ত শীলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে, পরিচালক ভদন্ত বিশ্বমিত্র থেরোর উদ্ভোধনীর মাধ্যমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া।
প্রধান জ্ঞাতী ছিলেন তেকোটা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শরনসেন মহাস্থবির।
অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মাঝে প্রায় ১৭০ টি শীর্তার্তদের কম্বল ও ৫০ জন ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কমিটির সচিব রিপন বড়ুয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, সহসভাপতি সন্জয় বড়ুয়া পিপলু, সহ সাঃসম্পাদক অলক বড়ুয়া, জনি বড়ুয়া, শিমুল কান্তি বড়ুয়া,সুরমা চাকমা পুজা, শিমুল বড়ুয়া, বিশ্বজিত বড়ুয়া রেবু, নিপুন বড়ুয়া, সমদত্ত বড়ুয়া, সুমন বড়ুয়া, জাতক বড়ুয়া, অশোক বড়ুয়া, পীষুষ বড়ুয়া, দীপংকর বড়ুয়া, নবারুণ বড়ুয়া, সম্পদ বড়ুয়া সহ প্রমুখ।