বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষুদের সুপ্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার ৩০ জুন নগরীর চাদগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বিহারে অনুষ্ঠিত সাধারন সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি শিক্ষাবিদ সুনন্দ মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের , উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের।
সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি শিক্ষাবিদ সুনন্দ মহাথের সভাপতি , অধ্যাপক প্রজ্ঞাবারিধি সুমেধানন্দ মহাথের মহাসচিব , সুমঙ্গল থের অর্থ সচিব, ভদন্ত সংঘানন্দ মহাথেরকে সাংগঠনিক সম্পাদক করে ৫ বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।