০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ বেতার ও টেলিভিশন বৌদ্ধ শিল্পী সংস্থার আত্মপ্রকাশ

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১২:৫১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • ৭১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত বৌদ্ধ ধর্মাবলম্বী সকল সংগীত শিল্পী,সুরকার,সংগীত পরিচালক,যন্ত্রশিল্পী,নৃত্যশিল্পী,নৃত্য পরিচালক,নাট্য শিল্পী,নাট্যপরিচালক,আবৃত্তি শিল্পী,সংবাদ পাঠক,উপস্থাপক,গীতিকার,গ্রন্থনাকারদের সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ বেতার ও টেলিভিশন বৌদ্ধ শিল্পী সংস্থা।

গত ১ মে জামালখানস্থ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে রবীন্দ্র সংগীত শিল্পী ও সংগীত পরিচালক শাশ্বতী তালুকদারের সভাপতিত্বে ও সংগীত শিল্পী, সুরকার তাপস কুমার বড়ুয়ার সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য দেন, স্বপন বড়ুয়া, অধ্যাপক সনজীব বড়ুয়া, ত্রিদিব কুসুম বড়ুয়া রানা, শ্যামলী বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, প্রিয়তোষ বড়ুয়া, প্রকৌশলী অপু বড়ুয়া, অনুজিৎ বড়ুয়া লিমন, নিখিলেশ বড়ুয়া, সম্পদ বড়ুয়া, সুমিত বড়ুয়া, প্রমেন বড়ুয়া, লালনব্রতী দিলীপ বড়ুয়া, দোলন চাঁপা বড়ুয়া, চন্দন বড়ুয়া, জয়া বড়ুয়া, প্রত্যয় বড়ুয়া অভি, জুসি বড়ুয়া, তন্বী বড়ুয়া, সুপর্ণা বড়ুয়া, আপন বড়ুয়া অভি, পাপড়ী মুৎসুদ্দি, ঋতু বড়ুয়া, সমাপ্তি বড়ুয়া প্রিয়া, সংগীত, প্রমা অবন্তী বড়ুয়া, অনন্য বড়ুয়া, স্বপন বড়ুয়া, প্রিয়াঙ্কা বড়ুয়া, রুমি বড়ুয়া চৌধুরী, নিশিতা চৌধুরী নিপা, পাপড়ী বড়ুয়া, প্রত্যুষা বড়ুয়া, স্বপ্নীল বড়ুয়া ডানা ও চন্দ্রিমা বড়ুয়া।

সভায় প্রায় অর্ধশত বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বৌদ্ধ শিল্পীর উপস্থিতিতে, সকলের সম্মতিতে সংগঠনের কার্যক্রমকে বেগবান করার জন্য ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

১/আহব্বায়ক- শাশ্বতী তালুকদার ২/যুগ্ম আহব্বায়ক- ত্রিদিব কুসুম বড়ুয়া রানা ৩/যুগ্ম আহব্বায়ক-প্রকাশ কান্তি বড়ুয়া ৪/সদস্য সচিব- তাপস কুমার বড়ুয়া ৫/অর্থ সচিব- সাগরিকা বড়ুয়া ৬/ সদস্য- অধ্যাপক সনজীব বড়ুয়া ৭/সদস্য- লালনব্রতী- দিলীপ বড়ুয়া ৮/সদস্য- প্রিয়তোষ বড়ুয়া ৯/সদস্য – শ্যামল মিত্র বড়ুয়া ১০/ সদস্য- রনেশ্বর বড়ুয়া ১১/সদস্য- প্রকৌঃ অপু বড়ুয়া ১২/সদস্য- শ্যামলী বড়ুয়া ১৩/ সদস্য- প্রমা অবন্তী বড়ুয়া ১৪/সদস্য -অনন্য বড়ুয়া ১৫/ সদস্য- শরন বড়ুয়া ১৬/সদস্য- রতন কুমার বড়ুয়া ১৭/ সদস্য- নিখিলেশ বড়ুয়া ১৮/সদস্য – সুমন বড়ুয়া ১৯/ সদস্য – সুরঞ্জন মুৎসুদ্দি ২০/ সদস্য- সুনীল বড়ুয়া ২১/ সদস্য – রুমি বড়ুয়া চৌধুরী ২২/ সদস্য- অর্পিতা বড়ুয়া ২৩/সদস্য- জয়া বড়ুয়া ২৪/সদস্য – পাপড়ী বড়ুয়া ২৫/ সদস্য- স্বপ্নীল বড়ুয়া ডানা।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

বান্দরবানে মংশৈপ্রু পাড়া বৌদ্ধ বিহারে আগুন

You cannot copy content of this page

বাংলাদেশ বেতার ও টেলিভিশন বৌদ্ধ শিল্পী সংস্থার আত্মপ্রকাশ

আপডেট সময় ১২:৫১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত বৌদ্ধ ধর্মাবলম্বী সকল সংগীত শিল্পী,সুরকার,সংগীত পরিচালক,যন্ত্রশিল্পী,নৃত্যশিল্পী,নৃত্য পরিচালক,নাট্য শিল্পী,নাট্যপরিচালক,আবৃত্তি শিল্পী,সংবাদ পাঠক,উপস্থাপক,গীতিকার,গ্রন্থনাকারদের সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ বেতার ও টেলিভিশন বৌদ্ধ শিল্পী সংস্থা।

গত ১ মে জামালখানস্থ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে রবীন্দ্র সংগীত শিল্পী ও সংগীত পরিচালক শাশ্বতী তালুকদারের সভাপতিত্বে ও সংগীত শিল্পী, সুরকার তাপস কুমার বড়ুয়ার সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য দেন, স্বপন বড়ুয়া, অধ্যাপক সনজীব বড়ুয়া, ত্রিদিব কুসুম বড়ুয়া রানা, শ্যামলী বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, প্রিয়তোষ বড়ুয়া, প্রকৌশলী অপু বড়ুয়া, অনুজিৎ বড়ুয়া লিমন, নিখিলেশ বড়ুয়া, সম্পদ বড়ুয়া, সুমিত বড়ুয়া, প্রমেন বড়ুয়া, লালনব্রতী দিলীপ বড়ুয়া, দোলন চাঁপা বড়ুয়া, চন্দন বড়ুয়া, জয়া বড়ুয়া, প্রত্যয় বড়ুয়া অভি, জুসি বড়ুয়া, তন্বী বড়ুয়া, সুপর্ণা বড়ুয়া, আপন বড়ুয়া অভি, পাপড়ী মুৎসুদ্দি, ঋতু বড়ুয়া, সমাপ্তি বড়ুয়া প্রিয়া, সংগীত, প্রমা অবন্তী বড়ুয়া, অনন্য বড়ুয়া, স্বপন বড়ুয়া, প্রিয়াঙ্কা বড়ুয়া, রুমি বড়ুয়া চৌধুরী, নিশিতা চৌধুরী নিপা, পাপড়ী বড়ুয়া, প্রত্যুষা বড়ুয়া, স্বপ্নীল বড়ুয়া ডানা ও চন্দ্রিমা বড়ুয়া।

সভায় প্রায় অর্ধশত বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বৌদ্ধ শিল্পীর উপস্থিতিতে, সকলের সম্মতিতে সংগঠনের কার্যক্রমকে বেগবান করার জন্য ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

১/আহব্বায়ক- শাশ্বতী তালুকদার ২/যুগ্ম আহব্বায়ক- ত্রিদিব কুসুম বড়ুয়া রানা ৩/যুগ্ম আহব্বায়ক-প্রকাশ কান্তি বড়ুয়া ৪/সদস্য সচিব- তাপস কুমার বড়ুয়া ৫/অর্থ সচিব- সাগরিকা বড়ুয়া ৬/ সদস্য- অধ্যাপক সনজীব বড়ুয়া ৭/সদস্য- লালনব্রতী- দিলীপ বড়ুয়া ৮/সদস্য- প্রিয়তোষ বড়ুয়া ৯/সদস্য – শ্যামল মিত্র বড়ুয়া ১০/ সদস্য- রনেশ্বর বড়ুয়া ১১/সদস্য- প্রকৌঃ অপু বড়ুয়া ১২/সদস্য- শ্যামলী বড়ুয়া ১৩/ সদস্য- প্রমা অবন্তী বড়ুয়া ১৪/সদস্য -অনন্য বড়ুয়া ১৫/ সদস্য- শরন বড়ুয়া ১৬/সদস্য- রতন কুমার বড়ুয়া ১৭/ সদস্য- নিখিলেশ বড়ুয়া ১৮/সদস্য – সুমন বড়ুয়া ১৯/ সদস্য – সুরঞ্জন মুৎসুদ্দি ২০/ সদস্য- সুনীল বড়ুয়া ২১/ সদস্য – রুমি বড়ুয়া চৌধুরী ২২/ সদস্য- অর্পিতা বড়ুয়া ২৩/সদস্য- জয়া বড়ুয়া ২৪/সদস্য – পাপড়ী বড়ুয়া ২৫/ সদস্য- স্বপ্নীল বড়ুয়া ডানা।