বাংলদেশ বৌদ্ধ যুব পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৌদ্ধ যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল বেলা চট্টগ্রাম মোটেল সৈকতে বৌদ্ধ যুব সম্মেলনে সংগঠনের জাতীয় পরিষদের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। প্রধান বক্তা ছিলেন একুশে টেলিভিশনের সিইও এবং সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। । উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত যথাক্রমে উপস্থিত ছিলেন – সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক, অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন- জেলা ও দায়রা জর্জ,জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এর বিচারক উৎফল বড়ুয়া, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর সহকারী অধ্যাপক ড.সৌমেন বড়ুয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব প্রকৌ. সীমান্ত বড়ুয়া,স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড।
সমুদ্র টিটুও স্বপ্নীল বড়ুয়া ডানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক বাবু তাপস বড়ুয়া, উদযাপন কমিটির আহবায়ক সুমন বড়ুয়া বাপ্পী, প্রধান সমন্বয়কারী শিমুল কান্তি বড়ুয়া, সদস্য সচিব সঞ্জয় বড়ুয়া পিপলু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে প্রতিটি মানুষকে মর্যাদা দিতে হবে। সংবিধান অনুযায়ী প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে।