০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বরগুনার তালতলী লাউপাড়া বৌদ্ধ বিহারে সদ্ধর্ম সভা সম্পন্ন

বরগুনার তালতলীতে লাউপাড়া  বৌদ্ধ বিহারে দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে।

রবিবার (৫ মার্চ ) জিওসি কোম্পানির অর্থায়নে  তেমেন ও  মাসুইচিং এর আয়োজনে  যথাযথ ধর্মীয় মর্যাদায় প্রব্রজ্জা ,অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়।

আগাঠাকুর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ ওয়ারাচামী মহাথের’র  সভাপতিত্বে ধর্মদেশনা দান করেন টেকনাফ চৌধুরীপাড়া বৌদ্ধ বিহারের ভদন্ত উ সানওয়ারা মহাথের। মংথিনজো সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে,  বড়বালিয়াতলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপান্ডি মহাথের,কুয়াকাটা কলাচান পাড়া বৌদ্ধ বিহারের অধ‍্যক্ষ ভদন্ত উচোমানান্দা মহাথের, ভদন্ত উনান্দা ভিক্ষু,তালতলীপাড়া বৌদ্ধ বিহারের অধ‍্যক্ষ ভদন্ত উচান্দোভাচা,ভদন্ত উ ধর্ম্ম বংশ, ভদন্ত উ ওরা ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত,ধর্মীয় অনুষ্ঠানে তিন শতাধিক নারী -পুরুষ,দায়ক-দায়িকা উপস্থিতির মাধ্যমে সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

বরগুনার তালতলী লাউপাড়া বৌদ্ধ বিহারে সদ্ধর্ম সভা সম্পন্ন

আপডেট সময় ০৩:২৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

বরগুনার তালতলীতে লাউপাড়া  বৌদ্ধ বিহারে দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে।

রবিবার (৫ মার্চ ) জিওসি কোম্পানির অর্থায়নে  তেমেন ও  মাসুইচিং এর আয়োজনে  যথাযথ ধর্মীয় মর্যাদায় প্রব্রজ্জা ,অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়।

আগাঠাকুর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ ওয়ারাচামী মহাথের’র  সভাপতিত্বে ধর্মদেশনা দান করেন টেকনাফ চৌধুরীপাড়া বৌদ্ধ বিহারের ভদন্ত উ সানওয়ারা মহাথের। মংথিনজো সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে,  বড়বালিয়াতলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপান্ডি মহাথের,কুয়াকাটা কলাচান পাড়া বৌদ্ধ বিহারের অধ‍্যক্ষ ভদন্ত উচোমানান্দা মহাথের, ভদন্ত উনান্দা ভিক্ষু,তালতলীপাড়া বৌদ্ধ বিহারের অধ‍্যক্ষ ভদন্ত উচান্দোভাচা,ভদন্ত উ ধর্ম্ম বংশ, ভদন্ত উ ওরা ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত,ধর্মীয় অনুষ্ঠানে তিন শতাধিক নারী -পুরুষ,দায়ক-দায়িকা উপস্থিতির মাধ্যমে সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।