১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

ফ্রান্স প্রবাসী সমাজকর্মী এডিসন জন খীসার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১১:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • ৮৭২ বার পড়া হয়েছে

ফ্রান্স প্রবাসী সমাজকর্মী এডিসন জন খীসার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মংগলবার (২৮ মার্চ) সকাল ৯টায় ফ্রান্সের প্যারিসের অদূরে ভিলটানুস শ্মশানে  যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়।

ফ্রান্সস্থ মৈত্রী বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত অনোমদর্শী মহাথেরর সভাপতিত্বে সংক্ষিপ্ত অনিত্যসভায়  বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রের পরিচালক ভদন্ত কল্যাণরত্ন থের,কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত জ্যোতিসার থের সহ ফ্রান্সপ্রবাসী বৌদ্ধরা উপস্থিত ছিলেন।

পরে ফ্রান্সের মাটিতে দাহক্রিয়া সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, প্রয়াত এডিসন জন খীসা (৩৯) গত ৫ নভেম্বর ২০২২ সালে ফ্রান্সে হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন।

তার বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

ফ্রান্স প্রবাসী সমাজকর্মী এডিসন জন খীসার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় ১১:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

ফ্রান্স প্রবাসী সমাজকর্মী এডিসন জন খীসার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মংগলবার (২৮ মার্চ) সকাল ৯টায় ফ্রান্সের প্যারিসের অদূরে ভিলটানুস শ্মশানে  যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়।

ফ্রান্সস্থ মৈত্রী বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত অনোমদর্শী মহাথেরর সভাপতিত্বে সংক্ষিপ্ত অনিত্যসভায়  বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রের পরিচালক ভদন্ত কল্যাণরত্ন থের,কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত জ্যোতিসার থের সহ ফ্রান্সপ্রবাসী বৌদ্ধরা উপস্থিত ছিলেন।

পরে ফ্রান্সের মাটিতে দাহক্রিয়া সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, প্রয়াত এডিসন জন খীসা (৩৯) গত ৫ নভেম্বর ২০২২ সালে ফ্রান্সে হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন।

তার বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি।