০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে বুদ্ধ পূর্ণিমা

অষ্টপরিষ্কারসহ সংঘদান, ২৮ বুদ্ধের পূজা, বুদ্ধের ধাতু প্রদর্শন ও জ্ঞাতি সম্মেলনের মধ্যে দিয়ে জগতের সব প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ- এই স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা দিনটিকে স্মরণে দিনব্যাপী কর্মসূচী পালন করেছে ফ্রান্সে অবস্থানরত্ন বৌদ্ধরা।

ফ্রান্সের প্যারিসের অদূরে স্থার নিজস্ব ভবন ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের আয়োজনে এ দিনটি পালিত হয়।

রবিবার (২১ মে) সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান, ২৮ বুদ্ধের পূজা, বুদ্ধের ধাতু প্রদর্শন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্সস্থ বার্মিজ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ কুমারা ছেয়াদ। বাংলাদেশ থেকে প্রধান অতিথি হিসাবে যোগ দেন ঐতিহাসিক রামু রামকোট বনাশ্রমের পরিচালক কে শ্রী জ্যোতিসেন মহাথের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংঘরাজ শাসনশ্রী বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সদ্ধর্মদিশারী ভদন্ত লোকানন্দ মহাথের।

অতিথি বৃন্দ

কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার থের’র সঞ্চালনায় ভদন্ত খেমাচারা মহাথের,ভদন্ত বুদ্ধপ্রিয় থের,ভদন্ত সুমনানন্দ থের, ভদন্ত প্রিয়রত্ন থের, ভদন্ত শাক্যবংশ থের প্রমুখ উপস্থিত ছিলেন। পঞ্চশীল প্রার্থনা করেন বিজয় বড়ুয়া সুমন।

বিকেল ২ টায় সদ্ধর্ম সভা ও জ্ঞাতি সম্মেলনে সভাপতিত্ব করেন ফ্রান্সস্থ বার্মিজ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ কুমারা ছেয়াদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক রামু রামকোট বনাশ্রমের পরিচালক কে শ্রী জ্যোতিসেন মহাথের, প্রধান  ধর্মদেশক ছিলেন  বাংলাদেশ থেকে আগত  বান্দরবান রামজাদী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত উ.গুণ বর্ধন পঞঞা মহাথের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংঘরাজ শাসনশ্রী বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সদ্ধর্মদিশারী ভদন্ত লোকানন্দ মহাথের।

দেশনা করেন ভদন্ত শাক্যবংশ থের। উদ্বোধনী বক্তব্য রাখেন কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার থের।

উপস্থিতির একাংশ

জগত বড়ুয়া উদয়নের সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন সুনিল বড়ুয়া।

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে বুদ্ধ পূর্ণিমা

আপডেট সময় ০২:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

অষ্টপরিষ্কারসহ সংঘদান, ২৮ বুদ্ধের পূজা, বুদ্ধের ধাতু প্রদর্শন ও জ্ঞাতি সম্মেলনের মধ্যে দিয়ে জগতের সব প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ- এই স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা দিনটিকে স্মরণে দিনব্যাপী কর্মসূচী পালন করেছে ফ্রান্সে অবস্থানরত্ন বৌদ্ধরা।

ফ্রান্সের প্যারিসের অদূরে স্থার নিজস্ব ভবন ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের আয়োজনে এ দিনটি পালিত হয়।

রবিবার (২১ মে) সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান, ২৮ বুদ্ধের পূজা, বুদ্ধের ধাতু প্রদর্শন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্সস্থ বার্মিজ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ কুমারা ছেয়াদ। বাংলাদেশ থেকে প্রধান অতিথি হিসাবে যোগ দেন ঐতিহাসিক রামু রামকোট বনাশ্রমের পরিচালক কে শ্রী জ্যোতিসেন মহাথের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংঘরাজ শাসনশ্রী বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সদ্ধর্মদিশারী ভদন্ত লোকানন্দ মহাথের।

অতিথি বৃন্দ

কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার থের’র সঞ্চালনায় ভদন্ত খেমাচারা মহাথের,ভদন্ত বুদ্ধপ্রিয় থের,ভদন্ত সুমনানন্দ থের, ভদন্ত প্রিয়রত্ন থের, ভদন্ত শাক্যবংশ থের প্রমুখ উপস্থিত ছিলেন। পঞ্চশীল প্রার্থনা করেন বিজয় বড়ুয়া সুমন।

বিকেল ২ টায় সদ্ধর্ম সভা ও জ্ঞাতি সম্মেলনে সভাপতিত্ব করেন ফ্রান্সস্থ বার্মিজ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ কুমারা ছেয়াদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক রামু রামকোট বনাশ্রমের পরিচালক কে শ্রী জ্যোতিসেন মহাথের, প্রধান  ধর্মদেশক ছিলেন  বাংলাদেশ থেকে আগত  বান্দরবান রামজাদী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত উ.গুণ বর্ধন পঞঞা মহাথের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংঘরাজ শাসনশ্রী বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সদ্ধর্মদিশারী ভদন্ত লোকানন্দ মহাথের।

দেশনা করেন ভদন্ত শাক্যবংশ থের। উদ্বোধনী বক্তব্য রাখেন কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার থের।

উপস্থিতির একাংশ

জগত বড়ুয়া উদয়নের সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন সুনিল বড়ুয়া।