ফ্রান্সে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বাংলাদেশী ফ্রান্স কুশলায়ন বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঢাকাস্থ আশুলিয়া বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ভদন্ত আসিন জিনরক্ষিত মহাথের’র সংবর্ধনা সভা ও একক ধর্মদেশনা অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
রোববার( ১৬ এপ্রিল) রাজধানী প্যারিসের অদুরে স্থার নিজস্ব ভবনে দিনব্যাপী এক কর্মসূচি পালন করা হয়।
মংগল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হওয়া সকালে অষ্ট পরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ভদন্ত আসিন জিনরক্ষিত মহাথের সভাপতিত্ব করেন।
দুপরে ঢাকাস্থ আশুলিয়া বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ভদন্ত আসিন জিনরক্ষিত মহাথের’র সংবর্ধনা সভা ও একক ধর্মদেশনা অনুষ্ঠান কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত জ্যোতিঃসার থের’র সঞ্চালনায় বুদ্ধগয়া প্রজ্ঞা বিহারের পরিচালক ভদন্ত কল্যাণরত্ন থের,ভদন্ত বুদ্ধপ্রিয় থের, ভদন্ত সুমনানন্দ ভিক্ষু এতে অংশ নেন। পঞ্চশীল প্রার্থনা করেন সুধীর বড়ুয়া।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
অন্যান্য বক্তারা কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের গত আট বছরের বিভিন্ন সফলতার বিষয় তুলে ধরেন।