০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন ২১ মে

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৪:০৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • ৭৪৩ বার পড়া হয়েছে

ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উদ্যোগে ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা ২৫৬৭ বুদ্ধাব্দ  উদযাপন   উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান, ২৮ বুদ্ধের পূজা, বুদ্ধের ধাতু প্রদর্শন ও জ্ঞাতি সম্মেলন আগামীকাল ২১ মে রবিবার নিজ বিহারে  অনুষ্ঠিত হবে।

ফ্রান্সস্থ বার্মিজ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ কুমারা ছেয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঐতিহাসিক রামকোট বনাশ্রমের পরিচালক কে শ্রী জ্যোতিসেন মহাথের, প্রধান ধর্ম দেশক হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান রামজাদী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত উ.গুণ বর্ধন পঞঞা মহাথের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সংঘরাজ শাসনশ্রী বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সদ্ধর্মদিশারী ভদন্ত লোকানন্দ মহাথের।

উক্ত পূণ্যময় অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন সেন্টারের পরিচালক ভদন্ত জ্যোতিসার থের।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা

ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন ২১ মে

আপডেট সময় ০৪:০৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩

ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উদ্যোগে ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা ২৫৬৭ বুদ্ধাব্দ  উদযাপন   উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান, ২৮ বুদ্ধের পূজা, বুদ্ধের ধাতু প্রদর্শন ও জ্ঞাতি সম্মেলন আগামীকাল ২১ মে রবিবার নিজ বিহারে  অনুষ্ঠিত হবে।

ফ্রান্সস্থ বার্মিজ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ কুমারা ছেয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঐতিহাসিক রামকোট বনাশ্রমের পরিচালক কে শ্রী জ্যোতিসেন মহাথের, প্রধান ধর্ম দেশক হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান রামজাদী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত উ.গুণ বর্ধন পঞঞা মহাথের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সংঘরাজ শাসনশ্রী বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সদ্ধর্মদিশারী ভদন্ত লোকানন্দ মহাথের।

উক্ত পূণ্যময় অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন সেন্টারের পরিচালক ভদন্ত জ্যোতিসার থের।