০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে  শুভ  বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে।
রবিবার (২৫ জুন) স্থানীয় সময় সকালে  ফ্রান্সের প্যারিসের অদুরে লা কুরনভ শ্রীলংকান ধর্ম চাক্কা বিহারে  ফ্রান্স – বাংলাদেশ বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল, বুদ্ধ মূর্তি স্নান,  বুদ্ধ পূজা,  অষ্টপরিষ্কার সহ সংঘদান, সুত্র পাঠ ও স্বধর্ম সভা।
সকাল  ১০ টায়  সভাপতিত্ব করেন ফ্রান্স – বাংলাদেশ বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারের বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি ভদন্ত বিজয়ানন্দ থের,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফ্রান্সস্থ ধর্ম চাক্কা শ্রীলংকান বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের, বিশেষ অতিথি ছিলেন ফ্রান্সস্থ বার্মিজ বিহারের অধ্যক্ষ উ কুমারা ছেয়াদ, প্রধান ধর্মদেশক হিসাবে বাংলাদেশ থেকে  উপস্থিত ছিলেন কক্সবাজার  রামু রাংকুট বনাশ্রমের অধ্যক্ষ ভদন্ত কে শ্রী জ্যোতিসেন মহাথের।
জয়মঙ্গল অট্ঠগাথা পরিবেশনা
অন্যান্যদের মধ্যে, ফ্রান্সস্থ মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অনোমদর্শী মহাথের, ফ্রান্সস্থ বুদ্ধ গয়া ভাবনা কেন্দ্রের ভদন্ত আনন্দ ভিক্ষু , ফ্রান্সস্থ কুশলায়ন বৌদ্ধ বিহারের পরিচালক ভদন্ত জ্যোতিসার ভিক্ষু দেশনা করেন। উদ্বোধক ছিলেন  ফ্রান্স – বাংলাদেশ বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারের সভাপতি ভদন্ত প্রিয় রক্ষিত ভিক্ষু।
মংগলাচরণ করেন ভদন্ত সুমনানন্দ ভিক্ষু, পঞ্চশীল প্রার্থনা করেন অমল কান্তি বড়ুয়া।
আদেশ বড়ুয়া ও সুহাস বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন অমল বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন বিধান বড়ুয়া।
অনুষ্ঠানে জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনা করা হয়।
শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

আগামীকাল যেসব বিহারে কঠিন চীবর দান

You cannot copy content of this page

ফ্রান্সে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

আপডেট সময় ১২:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে  শুভ  বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে।
রবিবার (২৫ জুন) স্থানীয় সময় সকালে  ফ্রান্সের প্যারিসের অদুরে লা কুরনভ শ্রীলংকান ধর্ম চাক্কা বিহারে  ফ্রান্স – বাংলাদেশ বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল, বুদ্ধ মূর্তি স্নান,  বুদ্ধ পূজা,  অষ্টপরিষ্কার সহ সংঘদান, সুত্র পাঠ ও স্বধর্ম সভা।
সকাল  ১০ টায়  সভাপতিত্ব করেন ফ্রান্স – বাংলাদেশ বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারের বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি ভদন্ত বিজয়ানন্দ থের,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফ্রান্সস্থ ধর্ম চাক্কা শ্রীলংকান বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের, বিশেষ অতিথি ছিলেন ফ্রান্সস্থ বার্মিজ বিহারের অধ্যক্ষ উ কুমারা ছেয়াদ, প্রধান ধর্মদেশক হিসাবে বাংলাদেশ থেকে  উপস্থিত ছিলেন কক্সবাজার  রামু রাংকুট বনাশ্রমের অধ্যক্ষ ভদন্ত কে শ্রী জ্যোতিসেন মহাথের।
জয়মঙ্গল অট্ঠগাথা পরিবেশনা
অন্যান্যদের মধ্যে, ফ্রান্সস্থ মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অনোমদর্শী মহাথের, ফ্রান্সস্থ বুদ্ধ গয়া ভাবনা কেন্দ্রের ভদন্ত আনন্দ ভিক্ষু , ফ্রান্সস্থ কুশলায়ন বৌদ্ধ বিহারের পরিচালক ভদন্ত জ্যোতিসার ভিক্ষু দেশনা করেন। উদ্বোধক ছিলেন  ফ্রান্স – বাংলাদেশ বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারের সভাপতি ভদন্ত প্রিয় রক্ষিত ভিক্ষু।
মংগলাচরণ করেন ভদন্ত সুমনানন্দ ভিক্ষু, পঞ্চশীল প্রার্থনা করেন অমল কান্তি বড়ুয়া।
আদেশ বড়ুয়া ও সুহাস বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন অমল বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন বিধান বড়ুয়া।
অনুষ্ঠানে জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনা করা হয়।