ফ্রান্সে ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (২৮ মে) ফ্রান্সের রাজধানী প্যারিসের স্থানীয় একটি মিলনায়তনে ইন্টারন্যাশনাল বুড্ডিষ্ট কাউন্সিল অব ফ্রান্স দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিকেলে সদ্ধর্ম সভা সংগঠনের সভাপতি সীবলী বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ভিক্ষু ড. শরণাপাল মহাথের, সম্মানিত অতিথি ছিলেন বান্দরবান রামজাদী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত উ.গুণ বর্ধন পঞঞা মহাথের।
বিশেষ অতিথি ছিলেন ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান কাজী এহসান উল্লাহ , শ্রীলংকার দূতাবাসের প্রথম সচিব মিসেস দানিশা সামিরাসিংহা, বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এটাচে ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ,ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান শতরূপা বডুয়া, ডা. উত্তম বডুয়া, ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তা ড: ছন্দা বড়ুয়া প্রমুখ।
শমিষ্ঠা বড়ুয়ার ববির সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে , সংগঠনের সাধারণ সম্পাদক সনজিত বড়ুয়া , কোষাধ্যক্ষ শিমুল বড়ুয়া , পিনু বড়ুয়া , মিঠু বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।
সবশেষে বাংলাদেশের জনপ্রিয় বৌদ্ধ কীর্তনীয়া জুসি বডুয়া সহ স্থানীয় শিল্পীরা বুদ্ধ কীর্তন পরিবেশন করেন।