০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে অষ্টপরিষ্কারসহ সংঘদান, ধর্মালোচনা ও জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠিত

ফ্রান্সে কক্সবাজারের বৌদ্ধ সমাজ সংস্কারের অগ্রদুত এবং শাসন-সদ্ধর্ম প্রসারের পথিকৃত  সমাজ সংস্কারক প্রয়াত জ্ঞানসেন মহাথের, বিনায়াচার্য্য উপ-সংঘরাজ প্রয়াত সত্যপ্রিয় মহাথের, পন্ডিত প্রয়াত শাসনবংশ মহাথের, সাধক প্রবর প্রয়াত প্রজ্ঞামিত্র মহাথের ও বিচিত্র ধর্মকথিক প্রয়াত রেবতপ্রিয় মহাথের এই পঞ্চরত্নের স্মরণে ‘অষ্টপরিষ্কারসহ সংঘদান, ধর্মালোচনা ও জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০জুলাই ) ফ্রান্সে অবস্থানরত  উখিয়ার  বৌদ্ধ যুব ও জ্ঞাতি মন্ডলী প্যারিসের অদূরে ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে  এ অনুষ্ঠানমালার আয়োজন করে ।

এ অনুষ্ঠানে শীলগ্রহণ, অষ্টপরিষ্কার দান সহ নানা আয়োজনে সমৃদ্ধ ছিল। সকালে ফ্রান্সস্থ শ্রীলংকান ধর্মচাক্কা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট সেন্টারের অধ্যক্ষ চন্দ্রারত্না নায়ক থের । প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা নোয়াখালী ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত জিনানন্দ মহাথের।

অন্যান্যদের মধ্যে ভদন্ত থিছ মিনহ ডিন,ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত কল্যাণ রত্ন থের, ভদন্ত জ্যোতিসার থের,ভদন্ত শাক্য বংশ ভিক্ষু, ভদন্ত সুমনানন্দ ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুপম বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন প্রিয়তোষ বড়ুয়া।

 

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

সুহৃদ চৌধুরী শুধু মানুষ গড়ার কারিগর নয়, ছিলেন একজন সমাজহিতৈষী ও দক্ষ সংগঠক

You cannot copy content of this page

ফ্রান্সে অষ্টপরিষ্কারসহ সংঘদান, ধর্মালোচনা ও জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৫৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩

ফ্রান্সে কক্সবাজারের বৌদ্ধ সমাজ সংস্কারের অগ্রদুত এবং শাসন-সদ্ধর্ম প্রসারের পথিকৃত  সমাজ সংস্কারক প্রয়াত জ্ঞানসেন মহাথের, বিনায়াচার্য্য উপ-সংঘরাজ প্রয়াত সত্যপ্রিয় মহাথের, পন্ডিত প্রয়াত শাসনবংশ মহাথের, সাধক প্রবর প্রয়াত প্রজ্ঞামিত্র মহাথের ও বিচিত্র ধর্মকথিক প্রয়াত রেবতপ্রিয় মহাথের এই পঞ্চরত্নের স্মরণে ‘অষ্টপরিষ্কারসহ সংঘদান, ধর্মালোচনা ও জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০জুলাই ) ফ্রান্সে অবস্থানরত  উখিয়ার  বৌদ্ধ যুব ও জ্ঞাতি মন্ডলী প্যারিসের অদূরে ফ্রান্স কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে  এ অনুষ্ঠানমালার আয়োজন করে ।

এ অনুষ্ঠানে শীলগ্রহণ, অষ্টপরিষ্কার দান সহ নানা আয়োজনে সমৃদ্ধ ছিল। সকালে ফ্রান্সস্থ শ্রীলংকান ধর্মচাক্কা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট সেন্টারের অধ্যক্ষ চন্দ্রারত্না নায়ক থের । প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা নোয়াখালী ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত জিনানন্দ মহাথের।

অন্যান্যদের মধ্যে ভদন্ত থিছ মিনহ ডিন,ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত কল্যাণ রত্ন থের, ভদন্ত জ্যোতিসার থের,ভদন্ত শাক্য বংশ ভিক্ষু, ভদন্ত সুমনানন্দ ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুপম বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন প্রিয়তোষ বড়ুয়া।