০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৫:৫৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • ৮১৮ বার পড়া হয়েছে

ফ্রান্সে ২ দিন নানা অনুষ্ঠানমালায় সদ্ধর্মানুষ্ঠান শেষ হয়েছে।

রোববার (১৬জুলাই ) শেষ দিনে প্যারিসের অদূরে স্থা বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রে সম্মিলিত যুব সংঘের ব্যানারে ২ দিনব্যাপী এ অনুষ্ঠানমালার আয়োজন করে । এ অনুষ্ঠানে শীলগ্রহণ,আটাশ বুদ্ধপূজা,সীবলী, উপগুপ্ত ভান্তের পূজা, অষ্টপরিষ্কার দান সহ নানা আয়োজনে সমৃদ্ধ ছিল। সকালে ফ্রান্সস্থ শ্রীলংকান ধর্মচাক্কা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের’র সভাপতিত্বে ও ভদন্ত আনন্দ ভিক্ষুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ভদন্ত থিছ মিনহ ডিন,ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত কল্যাণ রত্ন থের, ভদন্ত জ্যোতিসার থের,ভদন্ত শাক্য বংশ ভিক্ষু, ভদন্ত সুমনানন্দ ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন। পঞ্চশীল প্রার্থনা করেন সনজিত বড়ুয়া।ধন্যবাদ জ্ঞাপন করেন সুপ্রিয় বড়ুয়া।

উল্লেখ্য, শনিবার (১৫ জুলাই ) স্থানীয় সময় বিকেলে ফ্রান্স প্রবাসী ৮ বুদ্ধ কুলপুত্র ফ্রান্সের মাটিতে প্রব্রজ্যা নেন। সপ্তাহব্যাপী অবকাশকালীন ছুটিতে পরবাসের এ ব্যস্ত সময়ে এক অন্য রকম দিন যাপন করবেন। এ দিনগুলোতে তারা শীল সমাধী প্রজ্ঞার অনুশীলনে রত থাকবেন।

প্রব্রজিতরা হলেন পিপলু বড়ুয়া , বিটন বড়ুয়া , রকেট বড়ুয়া ,সুকান্ত বড়ুয়া,অভি বড়ুয়া , রুবেল বড়ুয়া , দিগন্ত বড়ুয়া , জয় বড়ুয়া।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা

ফ্রান্সে অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৫৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

ফ্রান্সে ২ দিন নানা অনুষ্ঠানমালায় সদ্ধর্মানুষ্ঠান শেষ হয়েছে।

রোববার (১৬জুলাই ) শেষ দিনে প্যারিসের অদূরে স্থা বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রে সম্মিলিত যুব সংঘের ব্যানারে ২ দিনব্যাপী এ অনুষ্ঠানমালার আয়োজন করে । এ অনুষ্ঠানে শীলগ্রহণ,আটাশ বুদ্ধপূজা,সীবলী, উপগুপ্ত ভান্তের পূজা, অষ্টপরিষ্কার দান সহ নানা আয়োজনে সমৃদ্ধ ছিল। সকালে ফ্রান্সস্থ শ্রীলংকান ধর্মচাক্কা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের’র সভাপতিত্বে ও ভদন্ত আনন্দ ভিক্ষুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ভদন্ত থিছ মিনহ ডিন,ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত কল্যাণ রত্ন থের, ভদন্ত জ্যোতিসার থের,ভদন্ত শাক্য বংশ ভিক্ষু, ভদন্ত সুমনানন্দ ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন। পঞ্চশীল প্রার্থনা করেন সনজিত বড়ুয়া।ধন্যবাদ জ্ঞাপন করেন সুপ্রিয় বড়ুয়া।

উল্লেখ্য, শনিবার (১৫ জুলাই ) স্থানীয় সময় বিকেলে ফ্রান্স প্রবাসী ৮ বুদ্ধ কুলপুত্র ফ্রান্সের মাটিতে প্রব্রজ্যা নেন। সপ্তাহব্যাপী অবকাশকালীন ছুটিতে পরবাসের এ ব্যস্ত সময়ে এক অন্য রকম দিন যাপন করবেন। এ দিনগুলোতে তারা শীল সমাধী প্রজ্ঞার অনুশীলনে রত থাকবেন।

প্রব্রজিতরা হলেন পিপলু বড়ুয়া , বিটন বড়ুয়া , রকেট বড়ুয়া ,সুকান্ত বড়ুয়া,অভি বড়ুয়া , রুবেল বড়ুয়া , দিগন্ত বড়ুয়া , জয় বড়ুয়া।