০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সের কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের কঠিন চীবর দান ২৯ অক্টোবর

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১২:৪১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • ৯৭০ বার পড়া হয়েছে

ফ্রান্সের কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উদ্যোগে দানোত্তম শুভ কঠিন চীবর দান আগামী ২৯ অক্টোবর রবিবার  বিহারের নিকটবর্তী সালন দো সাবরিনা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

বিকালের দানসভায় সভাপতিত্ব করবেন ধম্মাচাক্কা শ্রীলকান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্স আন্তর্জাতিক বুড্ডিস্ট সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত চন্দরত্না মহানায়ক থের। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন  নিউইয়র্ক ব্রম্ম বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. সত্যানন্দ মহাথের।

অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

ফ্রান্সের কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের কঠিন চীবর দান ২৯ অক্টোবর

আপডেট সময় ১২:৪১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

ফ্রান্সের কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উদ্যোগে দানোত্তম শুভ কঠিন চীবর দান আগামী ২৯ অক্টোবর রবিবার  বিহারের নিকটবর্তী সালন দো সাবরিনা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

বিকালের দানসভায় সভাপতিত্ব করবেন ধম্মাচাক্কা শ্রীলকান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্স আন্তর্জাতিক বুড্ডিস্ট সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত চন্দরত্না মহানায়ক থের। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন  নিউইয়র্ক ব্রম্ম বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. সত্যানন্দ মহাথের।

অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।