প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
তারই অংশ হিসেবে সাপ্তাহিক সংঘদান সম্পন্ন করার লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অনুদান প্রেরণ করেছেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী আজ শনিবার (৫আগস্ট ) বিকেলে প্রয়াতের স্ত্রী উর্মি বড়ুয়া’র হাতে এই অনুদান হস্তান্তর করেন।
এসময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’-এর সভাপতি প্রদীপ চৌধুরী, সা. সম্পাদক সৈকত দেওয়ান এবং নির্বাহী সদস্য রূপায়ন তালুকদার , হাচনসনপুর উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের জাতীয় দৈনিক প্রথম আলোর দীঘিনালা প্রতিনিধি ,বহুমাত্রিক সাংবাদিক পলাশ বড়ুয়া (৪৫) গত বুধবার (২ আগস্ট) সন্ধ্যা ৬.৩৫ মিনিটে রাজধানীর শরমিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি দুই ছেলে, স্ত্রী, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান।
পলাশ বড়ুয়া খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী (সদর) ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকার মৃত স্বদেশ বড়ুয়া ও মৃত সুজাতা বড়ুয়ার বড় ছেলে। তিনি পাহাড়ি জনপদে সাংবাদিকতার পাশাপাশি মানবিক স্বেচ্ছাসেবক ও সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন।