০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
প্রথম প্রয়াণবার্ষিকী উদযাপন

প্রয়াত শাসনপ্রিয় মহাস্থবির স্মরণে সংঘদান,সংবর্ধনা ও স্মৃতিচারণ সভা আগামী ৭এপ্রিল

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ১২:২১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • ৭৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন শিক্ষা ও সংস্কৃতিক সচিব, রাঙ্গুনীয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের প্রাক্তন মহাসচিব, পাট্টালীকুল আনন্দরাম বিহারের  অধ্যক্ষ, প্রয়াত শাসনপ্রিয় মহাস্থবির প্রথম প্রয়াণবার্ষিকী উদযাপন উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান , সংবর্ধনা ও স্মৃতিচারণ সভা  আগামী ৭এপ্রিল শুক্রবার সকাল ৯ টায় রাঙ্গুনীয়া পাট্টালীকুল আনন্দরাম বিহারে অনুষ্ঠিত হবে।

 

রাঙ্গুনীয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি শাসনরত্ন ভদন্ত ধর্মসেন মহাস্থবির’র সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন উপসংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির,বিশেষ অতিথি থাকবেন রাঙ্গুনীয়া বৌদ্ধ সমিতির সভাপতি শাসনকান্ডারী ভদন্ত সুমংগল মহাস্থবির,প্রধান সদ্ধর্মদেশক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি মহাথের, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কদল্পুর ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পরিচালক ভদন্ত শাসনরক্ষিত মহাথের।

 

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গুনীয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের সভাপতি রাজগুরু ইন্দাচারা মহাস্থবির, রাঙ্গুনীয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত সুনন্দ মহাস্থবির, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ভদন্ত এস লোকজিৎ মহাস্থবির,রাঙ্গুনীয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ভদন্ত সত্যানন্দ স্থবির।

বিশেষ অতিথি থাকবেন, ভদন্ত লোকানন্দ মহাস্থবির, ভদন্ত সংঘরত্ন স্থবির, ভদন্ত দীপংকর স্থবির, ড. প্রিয়ানন্দ স্থবির, ভদন্ত দীপানন্দ স্থবির, ভদন্ত নন্দপ্রিয় স্থবির।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা

প্রথম প্রয়াণবার্ষিকী উদযাপন

প্রয়াত শাসনপ্রিয় মহাস্থবির স্মরণে সংঘদান,সংবর্ধনা ও স্মৃতিচারণ সভা আগামী ৭এপ্রিল

আপডেট সময় ১২:২১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন শিক্ষা ও সংস্কৃতিক সচিব, রাঙ্গুনীয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের প্রাক্তন মহাসচিব, পাট্টালীকুল আনন্দরাম বিহারের  অধ্যক্ষ, প্রয়াত শাসনপ্রিয় মহাস্থবির প্রথম প্রয়াণবার্ষিকী উদযাপন উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান , সংবর্ধনা ও স্মৃতিচারণ সভা  আগামী ৭এপ্রিল শুক্রবার সকাল ৯ টায় রাঙ্গুনীয়া পাট্টালীকুল আনন্দরাম বিহারে অনুষ্ঠিত হবে।

 

রাঙ্গুনীয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি শাসনরত্ন ভদন্ত ধর্মসেন মহাস্থবির’র সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন উপসংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির,বিশেষ অতিথি থাকবেন রাঙ্গুনীয়া বৌদ্ধ সমিতির সভাপতি শাসনকান্ডারী ভদন্ত সুমংগল মহাস্থবির,প্রধান সদ্ধর্মদেশক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি মহাথের, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কদল্পুর ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পরিচালক ভদন্ত শাসনরক্ষিত মহাথের।

 

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গুনীয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের সভাপতি রাজগুরু ইন্দাচারা মহাস্থবির, রাঙ্গুনীয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত সুনন্দ মহাস্থবির, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ভদন্ত এস লোকজিৎ মহাস্থবির,রাঙ্গুনীয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ভদন্ত সত্যানন্দ স্থবির।

বিশেষ অতিথি থাকবেন, ভদন্ত লোকানন্দ মহাস্থবির, ভদন্ত সংঘরত্ন স্থবির, ভদন্ত দীপংকর স্থবির, ড. প্রিয়ানন্দ স্থবির, ভদন্ত দীপানন্দ স্থবির, ভদন্ত নন্দপ্রিয় স্থবির।