বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব,পাঁচরিয়া গন্ধকূটি বিহারের অধ্যক্ষ প্রয়াত বোধিমিত্র মহাথের’র পবিত্র মরদেহের পেটিকাবদ্ধ অনুষ্ঠান আগামী ২৩, ২৪ অক্টোবর সোমবার ও মঙ্গলবার পটিয়ার পাঁচরিয়া গন্ধকূটি বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বিহার প্রাঙ্গনে অষ্টপরিষ্কার দানসহ মহাসংঘদান , সদ্ধর্ম আলোচনা , একক ধর্মদেশনা, বুদ্ধ কীর্তন ,বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনাসহ ২ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করছে পটিয়ার পাঁচরিয়া গ্রামবাসী ।
প্রথম দিন ২৩ অক্টোবর সোমবার একক ধর্মদেশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার দপ্তর সম্পাদক সদ্ধর্মশ্রী বিপসসী মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ড. প্রিয়দর্শী মহাথের, প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন খৈয়াখালি ধম্মাবিজয়াম বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞ্ঞ চক্ক মহাথের।
সন্ধ্যা ৭ টায় বুদ্ধ কীর্তন পরিবেশিত হবে। পরিবেশনায় বাংলাদেশ বুদ্ধ কীর্তনিয়া পরিষদ , সহযোগিতায় পাঁচরিয়া বুদ্ধ কীর্তনিয়া পরিষদ।
অনুষ্ঠানের শেষ দিন ২৪ অক্টোবর অষ্টপরিষ্কার দানসহ মহাসংঘদান , সদ্ধর্ম আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উধ্বর্তন সহসভাপতি স্মৃতিভাস্কর ভদন্ত শীলভদ্র মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের। মুখ্য আলোচক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের, উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উধ্বর্তন সহসভাপতি সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, প্রধান জ্ঞাতি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত আর্যকীর্তি মহাথের প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহকারী মহাসচিব বোধিপ্রিয় মহাথের।