মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সংগঠক, দশম সংঘরাজ প্রয়াত পন্ডিত জ্যোতি:পাল মহাথের’র ২১তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) এ উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান ,স্মরণ সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ বিশ্বশান্তি প্যাগোডায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ স্মৃতিধর ড. শীলানন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আলীশ্বর শান্তি নিকেতন বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনসেন মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি ভদন্ত জিনালংকার মহাথের, বিশেষ অতিথি ছিলেন ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত বিনয়পাল মহাথের,ভদন্ত শাসনানন্দ মহাথের,ভদন্ত জিনানন্দ মহাথের, ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের, ভদন্ত প্রজ্ঞাপাল মহাথের, ভদন্ত সুগতপ্রিয় মহাথের, ভদন্ত দীপানন্দ মহাথের, ভদন্ত রতনপ্রিয় মহাথের, ড দেবপ্রিয় মহাথের, ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, ভদন্ত শাসনশ্রী মহাথের, ভদন্ত বোধিমিত্র মহাথের, ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, ড. বুদ্ধপাল মহাথের,ভদন্ত বিপুলবংশ থের,ভদন্ত জ্যোতিশ্রী থের, ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত রাষ্ট্রপাল থের, ভদন্ত লোকাবংশ থের।উদ্বোধক ছিলেন অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের, মুখ্য আলোচক ছিলেন গহিরা শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের।
বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব ভদন্ত বিপুলসেন মহাথের, গহিরা জেতবনারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যপাল মহাথের।
ভদন্ত সংঘমিত্র ভিক্ষু ও শ্যামল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় মঙ্গলাচরণ করেন জোবরা সুগত বিহারের উপাধ্যক্ষ ভদন্ত নিরোধানন্দ ভিক্ষু, পঞ্চশীল প্রার্থনা করেন প্রশান্ত বড়ুয়া । শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রশান্ত কুমার বড়ুয়া।