ফ্রান্স প্রবাসী ৮ বুদ্ধ কুলপুত্র ফ্রান্সের মাটিতে প্রব্রজ্যা নিলেন ।
শনিবার (১৫ জুলাই ) স্থানীয় সময় বিকেলে ফ্রান্স বুদ্ধ গয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্রে সম্মিলিত ফ্রান্স প্রবাসী যুব সম্প্রদায়ের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে এ প্রব্রজ্যা নিলেন।
সপ্তাহব্যাপী অবকাশকালীন ছুটিতে পরবাসের এ ব্যস্ত সময়ে এক অন্য রকম দিন যাপন করবেন।
এ দিনগুলোতে তারা শীল সমাধী প্রজ্ঞার অনুশীলনে রত থাকবেন।
প্রব্রজিতরা হলেন পিপলু বড়ুয়া , বিটন বড়ুয়া , রকেট বড়ুয়া ,সুকান্ত বড়ুয়া,অভি বড়ুয়া , রুবেল বড়ুয়া , দিগন্ত বড়ুয়া , জয় বড়ুয়া।