০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার নতুন পরিচালনা কমিটি গঠিত

  • শাসনানন্দ ভিক্ষু
  • আপডেট সময় ১০:৩৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • ১১৫৯ বার পড়া হয়েছে

নগরীর দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) নতুন পরিচালনা কমিটি গঠনকল্পে এক সভা  বিহারাধ্যক্ষ আর্যপ্রিয় মহাস্থবির’র সভাপতিত্বে বিহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন প্রকৌশলী জয়সেন বড়ুয়া ,শ্রীকান্ত বড়ুয়া, এড. জিনদত্ত বড়ুয়া,শিক্ষিকা শ্বেতা বড়ুয়া,  ব্যাংকার আশীষ বড়ুয়া, এডভোকেট টিটু বড়ুয়া,নিখিল কান্তি বড়ুয়া , কানন কুসুম বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, এড. দেবাশীষ বড়ুয়া প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে  বিহারাধ্যক্ষ ভদন্ত আর্যপ্রিয় মহাস্থবির সভাপতি ,  এড. জিনদত্ত বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বৎসরের জন্য ৬৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার নতুন পরিচালনা কমিটি গঠিত

আপডেট সময় ১০:৩৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩

নগরীর দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) নতুন পরিচালনা কমিটি গঠনকল্পে এক সভা  বিহারাধ্যক্ষ আর্যপ্রিয় মহাস্থবির’র সভাপতিত্বে বিহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন প্রকৌশলী জয়সেন বড়ুয়া ,শ্রীকান্ত বড়ুয়া, এড. জিনদত্ত বড়ুয়া,শিক্ষিকা শ্বেতা বড়ুয়া,  ব্যাংকার আশীষ বড়ুয়া, এডভোকেট টিটু বড়ুয়া,নিখিল কান্তি বড়ুয়া , কানন কুসুম বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, এড. দেবাশীষ বড়ুয়া প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে  বিহারাধ্যক্ষ ভদন্ত আর্যপ্রিয় মহাস্থবির সভাপতি ,  এড. জিনদত্ত বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বৎসরের জন্য ৬৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে।