বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ত্রয়োদশ সংঘরাজ, শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের মায়ানমার সরকার কর্তৃক অগ্রমহাপণ্ডিত উপাধীতে ভূষিত হওয়ায় সংবর্ধনা দেবে বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব, মহিলা, চট্টগ্রাম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি, প্রতিদিনের ভাবনাকারী উপাসক-উপাসিকাবৃন্দ।
আগামীকাল ১৪ এপ্রিল শুক্রবার বিকেল ৩ টায় চট্টগ্রাম বৌদ্ধ বিহার চত্বরে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে।
উপসংঘরাজ স্মৃতিধর ড. শীলানন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন উপসংঘরাজ সদ্ধর্মবারিধী ভদন্ত প্রিয়দর্শী মহাথের, প্রধান জ্ঞাতি থাকবেন উপসংঘরাজ শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের।
বিশেষ অতিথি থাকবেন উপসংঘরাজ জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাথের, অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের, সীতাকুন্ড মিরসরাই বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি ড. ধর্মকীর্তি মহাথের, দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্যপ্রিয় মহাস্থবির। প্রধান ধর্মদেশক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।