০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

পরলোকে শ্রীমান ধর্মানন্দ শ্রামণ

সাতকানিয়া ঢেমশা শাক্যমুনি বিহারের আবাসিক শ্রীমান ধর্মানন্দ শ্রামণ (৬৭) আর নেই। (অনিচ্চা বত সাংখারা……)

তিনি আজ (২মে) সকাল ৬ টায়  চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।

জানা যায়,৮/৯ দিন আগে  বিহারের জনৈক ব্যাক্তিকে কাঁঠাল পাড়ার জন্য গাছে তুলে দিয়ে তিনি নিচে কাঁঠাল ধরার সময় অজ্ঞাতবশত মাথায় আঘাত প্রাপ্ত হন। সাথে সাথে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি গত বুদ্ধ পূর্ণিমায় স্থায়ী প্রব্রজ্জিত হন। তিনি ঢেমশা গ্রামের জন্মজাত সন্তান।

আজ ২ মে  মঙ্গলবার বিকালে ঢেমশা শাক্যমুনি  বৌদ্ধ বিহারে প্রয়াতের  অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

জনপ্রিয়

পরলোকে শ্রীমান ধর্মানন্দ শ্রামণ

আপডেট সময় ০১:০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩

সাতকানিয়া ঢেমশা শাক্যমুনি বিহারের আবাসিক শ্রীমান ধর্মানন্দ শ্রামণ (৬৭) আর নেই। (অনিচ্চা বত সাংখারা……)

তিনি আজ (২মে) সকাল ৬ টায়  চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।

জানা যায়,৮/৯ দিন আগে  বিহারের জনৈক ব্যাক্তিকে কাঁঠাল পাড়ার জন্য গাছে তুলে দিয়ে তিনি নিচে কাঁঠাল ধরার সময় অজ্ঞাতবশত মাথায় আঘাত প্রাপ্ত হন। সাথে সাথে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি গত বুদ্ধ পূর্ণিমায় স্থায়ী প্রব্রজ্জিত হন। তিনি ঢেমশা গ্রামের জন্মজাত সন্তান।

আজ ২ মে  মঙ্গলবার বিকালে ঢেমশা শাক্যমুনি  বৌদ্ধ বিহারে প্রয়াতের  অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।