কানাডা প্রবাসী শিল্পী যুথিকা বড়ুয়া আর নেই। (অনিচ্চা বত সংখারা)।
মঙ্গলবার ১৮ এপ্রিল কলকাতার বাটানগরে নিজ বাড়ীতে মস্তিষ্ক রক্তক্ষরণজনিত কারণে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে স্বামী,দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, কলকাতার নিজ বাড়ীতে স্বামী সন্তান সহ বেড়াতে গিয়েছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গল্পকার, গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী হিসেবে যুথিকা বড়ুয়া জ্যোতি দীর্ঘ দিন যাবৎ কানাডার টরোন্টতে বসবাস করছেন। সেখানে তিনি উত্তর আমেরিকার নানা অনুষ্ঠানে অংশ গ্রহণ ছাড়াও বিভিন্ন কমিউনিটিতে অত্যন্ত সাবলীলভাবে সঙ্গীত পরিবেশন করে থাকেন। উত্তর আমেরিকায় তিনি একজন সংস্কৃতিসেবী হিসেবে খুবই পরিচিত।
তার লিখিত “নানান রঙের যাপিত জীবন” একটি গল্পের বই এবারের বই মেলায় (২০২৩) প্রতিবিম্ব প্রকাশ থেকে প্রকাশিত হয় ।
এদিকে বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশন অফ কানাডা, অন্টারিও পক্ষ থেকে গল্পকার, গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী যুথিকা বড়ুয়া জ্যোতি প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে।