আমেরিকার ক্যালিফোর্নিয়ার লং বিচ সম্বোধি বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কবি ড.লোকানন্দ মহাথের আর নেই। (অনিচ্চা বত সাংখারা…..)
আজ শনিবার (৬ জুলাই) স্থানীয় সময় রাত ১১.৩০ মিনিটে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।