০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পতেঙ্গা শাক্যমুনি বৌদ্ধ বিহারে অষ্টবিংশতি বুদ্ধ পূজা, সীবলী পূজা ও ভাবনা অনুষ্ঠিত

  • তুহিন বড়ুয়া
  • আপডেট সময় ১১:৪৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
  • ৮১১ বার পড়া হয়েছে

পতেঙ্গা শাক্যমুনি বৌদ্ধ বিহারের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে  অষ্টবিংশতি বুদ্ধ পূজা, সীবলী পূজা ও বিকালে সমুদ্র সৈকতে খন্ডকালীন ভাবনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪শে মার্চ) পতেঙ্গা শাক্যমুনি যুব কল্যাণ পরিষদ এ অনুষ্ঠানের  আয়োজন করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারের আজীবন অধ্যক্ষ এবং পতেঙ্গা শাক্যমুনি বৌদ্ধ বিহার ও আরডিএনএ ধ্যান কেন্দ্র’র  প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত এস লোকজিৎ মহাস্থবির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ড ধর্মকায়া ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিনিধি শাসনকীর্তি ফ্রা ভদন্ত এইচ. মহিপাল স্থবির।

অন্যান্যদের মধ্যে অধ্যাপক ড. অর্থদর্শী বড়ুয়া, প্রাক্তন নৌ কর্মকর্তা বিশ্বজিৎ বড়ুয়া, প্রাক্তন পুলিশ কর্মকর্তা সুধন বড়ুয়া, নৌ কর্মকর্তা আশুতোষ বড়ুয়া, সুমন বড়য়া, ডা. সুকেশ বড়ুয়া, ডা. পিকে বড়ুয়া, স্বর্ণ বড়ুয়া সহ পতেঙ্গা শাক্যমুনি যুব কল্যাণ পরিষদ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার দ্বিতীয় ভবনের দ্বারোদ্‌ঘাটন , কর্মবীর করুণাশ্রী থের’র “মহাথের বরণ” ১৯ , ২০ ডিসেম্বর

You cannot copy content of this page

পতেঙ্গা শাক্যমুনি বৌদ্ধ বিহারে অষ্টবিংশতি বুদ্ধ পূজা, সীবলী পূজা ও ভাবনা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৪৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩

পতেঙ্গা শাক্যমুনি বৌদ্ধ বিহারের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে  অষ্টবিংশতি বুদ্ধ পূজা, সীবলী পূজা ও বিকালে সমুদ্র সৈকতে খন্ডকালীন ভাবনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪শে মার্চ) পতেঙ্গা শাক্যমুনি যুব কল্যাণ পরিষদ এ অনুষ্ঠানের  আয়োজন করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারের আজীবন অধ্যক্ষ এবং পতেঙ্গা শাক্যমুনি বৌদ্ধ বিহার ও আরডিএনএ ধ্যান কেন্দ্র’র  প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত এস লোকজিৎ মহাস্থবির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ড ধর্মকায়া ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিনিধি শাসনকীর্তি ফ্রা ভদন্ত এইচ. মহিপাল স্থবির।

অন্যান্যদের মধ্যে অধ্যাপক ড. অর্থদর্শী বড়ুয়া, প্রাক্তন নৌ কর্মকর্তা বিশ্বজিৎ বড়ুয়া, প্রাক্তন পুলিশ কর্মকর্তা সুধন বড়ুয়া, নৌ কর্মকর্তা আশুতোষ বড়ুয়া, সুমন বড়য়া, ডা. সুকেশ বড়ুয়া, ডা. পিকে বড়ুয়া, স্বর্ণ বড়ুয়া সহ পতেঙ্গা শাক্যমুনি যুব কল্যাণ পরিষদ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।