পটিয়ার পাঁচরিয়া গ্রামে আজ থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী ঐতিহাসিক শীলা বুদ্ধ ও বাইশ বুদ্ধের মেলা। এতে মহা সংঘদান এবং অষ্টপরিষ্কার দানসহ বিভিন্ন ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয়দিনে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত শীলভদ্র মহাথের,প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগ নেতা টিংকু বড়ুয়া । বিশেষ অতিথি থাকবেন অধ্যাপিকা শ্বাতীলিখা বড়ুয়া নিউ মডেল ফুড এর ব্যাবস্থাপনা পরিচালক বিবেকানন্দ বড়ুয়া চৌধুরী ।
বিকেলে পূণ্য অনুষ্ঠানে সভাপতি ও সংবর্ধিত অতিথি থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের ও সাংবাদিক প্রদ্যোত শ্রী বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তিমির বরণ বড়ুয়া। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত শীলভদ্র মহাথের, রাঙ্গুনিয়া সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ তরুন বড়ুয়া । প্রধান ধর্মদেশক থাকবেন প্রজ্ঞাবারিধী অধ্যাপক সুমেধানন্দ মহাথের।
উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের।