শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন,সংবর্ধনা ও পটিয়ায় বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন পটিয়া উপজেলা শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ জুন) বিকেলে পটিয়ার রয়েল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাবেক সভাপতি নেত্রসেন বড়ুয়া। অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন দি বুড্ডিস্ট কো অপারেটিভ ইউনিয়নের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত মহাথের।
বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের মহাসচিব সীমাজু বড়ুয়া ও যুগ্ম সচিব সৈকত চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক দোলন কান্তি বড়ুয়া।
মূখ্য আলোচক ছিলেন কীর্ত্তনীয়া শাক্যপদ বড়ুয়া।
অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়াকে সংবর্ধনা দেয়া হয়। অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন পটিয়া বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শৈবাল বড়ুয়া ও সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া। ত্রিপিটক পাঠ করেন কীর্তনিয়া তাপস বড়ুয়া। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী অশ্রু বড়ুয়া,অনুপম বড়ুয়া সহ শিল্পী বৃন্দ।