০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে শাওন বড়ুয়া নামে এক কলেজ ছাত্র খুন

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৪:১৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ১০৩৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে শাওন বড়ুয়া (২৫) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর চান্দগাঁও থানাধীন অনন্যা আবাসিক এলাকার একটি সড়কের পাশ থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই ছাত্রকে কে বা কারা ছুরিকাঘাতে খুন করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহত শাওন বড়ুয়া নগরীর ওমরগণি এমইএস কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন বাজালিয়া এলাকার শীলঘাটা গ্রামের টিপু বড়ুয়ার ছেলে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. ছাবেদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকালে শাওন নামে ওই যুবকের মরদেহ সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা কী কারণে শাওন বড়ুয়াকে খুন করেছে তা আমরা খতিয়ে দেখছি।

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

You cannot copy content of this page

নগরীতে শাওন বড়ুয়া নামে এক কলেজ ছাত্র খুন

আপডেট সময় ০৪:১৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

চট্টগ্রামে শাওন বড়ুয়া (২৫) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর চান্দগাঁও থানাধীন অনন্যা আবাসিক এলাকার একটি সড়কের পাশ থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই ছাত্রকে কে বা কারা ছুরিকাঘাতে খুন করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহত শাওন বড়ুয়া নগরীর ওমরগণি এমইএস কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন বাজালিয়া এলাকার শীলঘাটা গ্রামের টিপু বড়ুয়ার ছেলে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. ছাবেদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকালে শাওন নামে ওই যুবকের মরদেহ সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা কী কারণে শাওন বড়ুয়াকে খুন করেছে তা আমরা খতিয়ে দেখছি।