রাউজানের মধ্যম বিনাজুরী ধর্মানন্দ বিনয়পাল ওয়েলফেয়ার মিশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ ১৪ ই ফেব্রুয়ারি বুধবার মধ্যম বিনাজুড়ি মিলনারাম বিহারে ধর্মানন্দ বিনয়পাল ওয়েলফেয়ার মিশনের সদস্যদের উপস্থিতিতে ৫ বছর মেয়াদি নতুন কমিটি গঠিত হয়।
সভায় ভদন্ত বিনয়পাল মহাথের চেয়ারম্যান ,ড. বুদ্ধপাল মহাথেরকে মহাসচিব করে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান – ভদন্ত দেবমিত্র মহাথের, ভাইস চেয়ারম্যান – ভদন্ত রাষ্ট্রপাল মহাথের , যুগ্ম সম্পাদক – ভদন্ত এল ধর্মরত্ন থেরো,অর্থ সম্পাদক – ভদন্ত জয়পাল ভিক্ষু, ধর্মীয় সম্পাদক- ভদন্ত প্রজ্ঞামিত্র ভিক্ষু, কার্যকরী সদস্য- ভদন্ত শাসনপাল ভিক্ষু,ভদন্ত সুমনপাল থের।