০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দুর্বৃত্তের হামলায় আহত ভদন্ত ধর্মজ্যোতি ভিক্ষু আর নেই

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় ০৪:৫৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • ১২৪৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ার উখিয়া পশ্চিম মরিচ্যা  শ্রাবস্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মজ্যোতি ভিক্ষু (৭০)আর নেই।( অনিচ্চা বত সাংখারা……..)

৫ জুলাই দিবাগত রাত ২টা ৫২ মিনিটে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় (আইসিইউতে) তিনি মৃত্যুবরণ করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভান্তের গৃহী জীবনের ছেলে সুমন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গত  সোমবার (৩জুলাই) সকালে বৌদ্ধবিহারের একটি কক্ষ থেকে ধর্মজ্যোতি ভিক্ষুকে  রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়।

পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা ৬ টায় ভর্তি হন এবং ঐ দিনই দিবাগত রাতেই হার্ট অ্যাটাক করেন বলে ডিউটিরত ডাক্তারগন জানান।

তবে কি কারণে তার উপর হামলা হয়, তা জানা যায়নি।

জানা যায়,তিনি  ‘১৬-১৭ বছর আগে প্রবজ্রিত হন। গত ৭ বছর ধরে তিনি মরিচ্যার শ্রাবস্তী বিহারের অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন।

 

শেয়ার করুন
আরও সংবাদ দেখুন

You cannot copy content of this page

দুর্বৃত্তের হামলায় আহত ভদন্ত ধর্মজ্যোতি ভিক্ষু আর নেই

আপডেট সময় ০৪:৫৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

কক্সবাজারের উখিয়ার উখিয়া পশ্চিম মরিচ্যা  শ্রাবস্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মজ্যোতি ভিক্ষু (৭০)আর নেই।( অনিচ্চা বত সাংখারা……..)

৫ জুলাই দিবাগত রাত ২টা ৫২ মিনিটে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় (আইসিইউতে) তিনি মৃত্যুবরণ করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভান্তের গৃহী জীবনের ছেলে সুমন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গত  সোমবার (৩জুলাই) সকালে বৌদ্ধবিহারের একটি কক্ষ থেকে ধর্মজ্যোতি ভিক্ষুকে  রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়।

পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা ৬ টায় ভর্তি হন এবং ঐ দিনই দিবাগত রাতেই হার্ট অ্যাটাক করেন বলে ডিউটিরত ডাক্তারগন জানান।

তবে কি কারণে তার উপর হামলা হয়, তা জানা যায়নি।

জানা যায়,তিনি  ‘১৬-১৭ বছর আগে প্রবজ্রিত হন। গত ৭ বছর ধরে তিনি মরিচ্যার শ্রাবস্তী বিহারের অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন।